Loading..

উদ্ভাবনের গল্প

২৯ মে, ২০২২ ০২:০৪ অপরাহ্ণ

♥ চেতনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ♥

বিছমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

উদ্ভাবন  নেতৃত্বের গল্পে সবাইকে স্বাগতম

আমার নেতৃত্বের গল্প

চেতনায় বঙ্গবন্ধু  মুক্তিযুদ্ধ

বাংলাদেশের মহান স্বাধীনতা  ‍মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে

আমার শিক্ষার্থীদের জানা-অজানার চ‌্যালেঞ্জ  তার মোকাবেলা

উপস্থাপনায়

মোঃ আব্দুল্লাহ আল কাউছার

সহকারী মৌলভী

দেবিদ্বার ইসলামিয়া ফাযিল (ডিগ্রিমাদরাসা

দেবিদ্বার-কুমিল্লা

মোবাইলঃ ০১৮৭১-২২০২৮০

Email: [email protected]

আমার শিক্ষা প্রতিষ্ঠানটি দেবিদ্বার উপজেলা সদরে (পৌরসভায়অবস্থিত এখানে বঙ্গবন্ধু এবং স্বাধীনতা  মুক্তিযুদ্ধের অনেকগুলো স্মৃতি স্থাপনা রয়েছে যেগুলো সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান থাকা উচিত কারণ এতে তাদের বঙ্গবন্ধু  মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি পাবে

চলুন দেখা যাকআমার শিক্ষার্থীরা কতটুকু জানে?

একদিন কয়েকজন শিক্ষার্থীকে উপজেলার নিউ মার্কেট মোড়ে স্থাপিত স্বাধীনতা স্তম্ভের পাশ দিয়ে গমনকালে তাদের প্রশ্ন করলাম-

শিক্ষার্থীরা বলতো স্তম্ভগুলো কীসের এবং এগুলোতে কী লিখা আছে?

তাদের সবাই বললজানিনা/বলতে পারিনা তখন অন‌্যান‌্য শিক্ষার্থীদের জ্ঞান সম্পর্কে জানার কৌতুহল সৃষ্টি হলো

কৌতুহল থেকেই সিদ্ধান্ত নিলামআমার মাদরাসার সকল শ্রেণির শিক্ষার্থীদের নিজ উপজেলায় অবস্থিত মুক্তিযুদ্ধ  স্বাধীনতা বিষয়ক স্মৃতি স্থাপনার জ্ঞান যাচাই করব

প্রথমে অধ¨ক্ষ মহোদয়ের অনুমতিক্রমে আমি অন‌্যান‌্য শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদেরকে একটি শ্রেণিকক্ষে একত্র করে দেবিদ্বার উপজেলা সদরে বঙ্গবন্ধু এবং স্বাধীনতা  মুক্তিযুদ্ধ বিষয়ক কী কী স্থাপনা আছে জিজ্ঞেস করি তাদের কেউ কেউ / টি স্থাপনার কথা বলতে পারলেও প্রায় ৯৫শিক্ষার্থীই ছিল চুপ-চাপ পরবর্তীতে আমি শ্রেণিভিত্তিক প্রতে¨ শ্রেণিকক্ষে জিজ্ঞাসাবাদ করেও আশানুরূপ ফল পাইনি

শুরু হলো আমার চ‌্যালেঞ্জ

আমি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু  ‍মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করব

পারবো কী চ‌্যালেঞ্জ মোকাবেলা করতে?

তাহলে দেখুনকীভাবে মোকাবেলা করার চেষ্টা করেছি