সহকারী শিক্ষক
১১ জুন, ২০২২ ০৭:১১ পূর্বাহ্ণ
ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ নবম
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ঃ প্রথম অধ্যায়
শিখনফল
এই পাঠ শেষে শিক্ষার্থীরা---
১. ঐতিহাসিক ছয় দফা কে উত্থাপন করেন বলতে পারবে;
২. ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন ব্যাখ্যা করতে পারবে;
৩. ছয় দফা আন্দোলন কী বর্ণনা করতে পারবে;
৪. ছয় দফা দাবিসমূহ বর্ণনা করতে পারবে।