Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৩ জুন, ২০২২ ০৮:২৫ পূর্বাহ্ণ

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এ গত ২/৬/২০২২ ইল তারিখ অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।এ নির্বাচনে শিক্ষার্থী রা ভোট কিভাবে দিতে হয় তা হাতে কলমে শিকে নেয়।এবং ভোট তাদের একটি রাজনৈতিক অধিকার এ মর্ম উপলব্ধি করে।আমি শিক্ষক হিসেবে সকাল থেকে দায়িত্ব পালন করি।নির্বাচনের পুরেো প্রক্রিয়া টি তদারকি করি।ছবি তোলার দায়িত্ব ও পালন করি যেন পুরো নির্বাচন প্রক্রিয়া টি সবার সামনে আসে।আমাদের প্রিজাইডিং অপিসার ভোট দেওয়ার সময় আমি ছবিটি তুলি।এভাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত ভোটদান করে।তারপর নিয়ম অনুযায়ী শির্থীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ওপোলিং এজেন্ট রা মিলে ভোট গণনা করে।এবং প্রিজাইডিং অফিসার ভোটে বিজয়ী ৭ জনের নাম ঘোষণা করে।

আরো দেখুন