Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৫ জুন, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ

বর্ষা -১৪২৯

আষাড়ওশ্রাবণ-দুই মাস বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই মেঘবৃষ্টিপ্রেমনতুন প্রাণজেগে ওঠার গান। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তাই তো বলেছেন, ‘এই জল ভালো লাগে;- বৃষ্টির রুপালি জল কত দিন এসে/ধুয়েছে আমার দেহ-বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে/তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে,-আবেগের ভরে।’ বর্ষা আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে। পুরোনো জঞ্জাল ধুয়েমুছে আমরাও জেগে উঠি প্রাণচাঞ্চল্যে।

বর্ষা আমাদের জন্য অপরিহার্য এক ঋতু। বৃষ্টি না হলে শস্যাদি জন্মাবে নাবেড়ে উঠবে না প্রাণ। বৃষ্টির অভাবে মাটি যখন অনুর্বর হয়ে যায়তখন বর্ষা এসে তা উর্বর করে। আমাদের নদীমাঠঘাটের দেশ বর্ষায় ভরে ওঠে সবুজে-শ্যামলে। বর্ষার পানিতে নদীনালাখালবিল ভরে ওঠে। সেখানে নতুন প্রাণের সঞ্চার হয়। তাই বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। এক পশলা বৃষ্টি যে নতুন মাত্রা নিয়ে আসে জীবনেতা অন্যকিছুতেই পাওয়া যায় না।

আরো দেখুন