Loading..

প্রকাশনা

১৬ জুন, ২০২২ ০২:০৬ অপরাহ্ণ

কবিতা; ভালোবাসার নানান রঙ । মোসাম্মাৎ আকলিমা আখতার,

 

ভালোবাসার নানান রঙ

মোসাম্মৎ আকলিমা আখতার শীতল

তারিখঃ ২৯/০৫/২০২২

 

জগতে ভালোবাসা থাকে

নানান রঙে,

কখনো প্রজাপতির ডানায়

কখনো রোদেলা ঘাসে

 মিষ্টি করে হাসে।

 

কখনো জ্যোৎস্নায় প্লাবিত হয়ে

রাতের তারায় ভর করে

মায়াবী ইশারায়

জোনাকির নানা রঙে

চুপিসারে নিরালায়।

 

কখনো কপোতীর

ডাগর চোখের মায়ায়

কখনো উত্তাল প্রেমিকের হৃদয়ে,

আসে  ছন্দ পতনে,

আবেগি ইশারায়

আসে অনায়াসে

করুণ ভায়োলিনের মূর্ছনায়।

 

ভালোবাসার নানান রঙে

রঙিন ভুবন

 কখনো কুয়াশার চাদরে চুপিসারে আসে

কখনো গরম এক কাপ চায়ের পেয়ালা  হাতে

বাসা বাধে বুকে কামনার  সুখে।

 

কখনো  তরুনীর খোলা চুলে

  এলোমেলো হাওয়ায় খেলা করে উত্তাল সাগরে।

 

কখনো আসে প্রেমিকার শাড়ির আঁচলে

নববধূর সাজে

ভালোবাসার এইতো রূপ

সকাল সন্ধ্যা সাঁঝে।

 

প্রতিটি প্রাণী রাজ্যের আকুতি

এ এক স্বাদহীন অনুভূতি

 তবু খোঁজে শুভক্ষন

ভালোবাসার নানান রঙ।

আরো দেখুন