Loading..

প্রকাশনা

২১ জুন, ২০২২ ১১:২২ অপরাহ্ণ

সিলেট কন্যার অশ্রু

সিলেট কন্যার অশ্রু

 

মোসাম্মৎ আকলিমা আখতার শীতল

 

হঠাৎ করে এলো বন্যা

ভাসিয়ে নিল সিলেট কন্যা

এক নিমিষে ভেঙে গেল

 সাধের খেলাঘর আজ সবাই যাযাবর।

 

দুধের শিশু ছিটকে গেছে

 বানের জলে ভেসে

গবাদিপশু হাঁস-মুরগী

একে একে শেষে।

 

 কেউবা আবার হাড়ির ভিতর

 করছে শিশু পার

কেউবা আবার পায়না খেতে

দু'মুঠো খাবার।

 

বৃদ্ধার চোখে অবাক চাহনি

দেখছে হাহাকার

জল আছে তবু পায়না খেতে

এ কেমন বিচার।

 

টিনের চালে ছাতা মাথায়

 বসে শিশু ভাবে

উজানের এত পানি

 দেখে নাই কেউ আগে।

 

নদীর পানি উপচে পড়ে

 বেদনায়  তারা লীন

পানির স্রোতে স্বপ্ন তাদের

 হলো  আজ বিলীন।

 

ভারী বর্ষণ সৃষ্টি করছে

বন্যার প্রকোপ

সিলেটের বন্যা ভেঙেছে সব

আগের রেকর্ড।

 

প্রভু তুমি সহায় হও

করছি তোমায় স্মরণ

সকলেরই বন্ধু তুমি

করো অশ্রুহরণ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি