Loading..

নেতৃত্বের গল্প

২৭ জুন, ২০২২ ০১:৪৬ অপরাহ্ণ

মানবতার সেবায় টিম নরসিংদী

সিলেট অঞ্চল বন্যায় প্লাবিত হলে সুনামগঞ্জের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয় প্রায় ১২০০ লোক। নারী, পুরুষ, শিশু,গরু মোরগ এর আশ্রয় স্থলে পরিণত হয় বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুস ছামাদ স্যার দুইবেলা রান্না করা খাবার পরিবেশন করেন আশ্রয় কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যেম এই খবর শুনে জরুরি মিটিং কল করেন টিম নরসিংদী। এ টু আই এর সংযুক্ত কর্মকর্তা কবীর হোসেন স্যার মিটিং এ যুক্ত হলে কাজের গতি আরো বেড়ে যায়। স্যারের দেয়া প্রয়োজনীয় নির্দেশনা মোতাবেক টিম অর্থ সংগ্রহ করা শুরু করেন। এক রাতে নিজেদের মধ্যে প্রায় এক লক্ষ টাকা সংগ্রহ করে গত ২৪/০৬/২০২২ ইং তারিখ রোজ শুক্রবার ২৫ বস্তা চিড়া, ১৯০ কেজি গুড় ও কিছু কাঠাল নিয়ে টিম নরসিংদী হাজির হয় সুনামগঞ্জের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাদ স্যার এর কাছে সকল মালামাল বুঝিয়ে দিয়ে টিম নরসিংদী ফিরে আসেন।