Loading..

উদ্ভাবনের গল্প

২৭ জুন, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

উদ্ভাবনী গল্প

আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী মন্ডলী আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার উদ্ভাবনী গল্প নিয়ে। আমার উদ্ভাবনী গল্পের নাম-সবুজ ও পরিছন্ন শিক্ষা প্রতিষ্টান। আমি বিদ্যালয়ে যোগদান করার পরে দেখলাম, বিদ্যালয় আঙ্গীনায় হাতে গোনা ৪-৫টি গাছ আছে। সেই সময় থেকেই বিদ্যালয় আঙ্গীনায় বিভিন্ন প্রকার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করি এবং ২০১১ সালে প্রথম আমি ৭টি গাছ লাগিয়েছিলাম। সেই গাছ লাগানো এবং ঘেরা দেওয়ার খরচ আমার স্টুডেন্টস হাজিরার অনুপস্থিতির জরিমানার টাকা দিয়ে যোগান দিয়েছিলাম। গাছগুলো যখন খুব সুন্দর হয়ে উঠল তখন বিদ্যালয়ের প্রধান বললেন, আপনি গাছ লাগাতে থাকেন যা খরচ লাগে স্কুল ফান্ড থেকে দেওয়া হবে। তারপর থেকে খরচের জন্য আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা বিদ্যালয়ের আঙ্গীনায় বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ সবুজ - শ্যামলে ভরে তোলা উচিৎ এছাড়াও  বাংলাদশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা 'শেখ হাসিনা' চান আমার দেশের প্রতিটা বিদ্যালয় প্রাঙ্গণ ফুলে- ফলে , সবুজে-শ্যামলে ভরে থাকুক আমার সোনার বাংলাদেশ।  আমি সামনের দিনগুলোতে আরও অনেক অনেক গাছ লাগাতে চায়। সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি , আল্লাহ হাফেজ।