Loading..

খবর-দার

২৯ জুন, ২০২২ ০৭:৩০ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপের চার ফেভারিট

কাতার বিশ্বকাপের চার ফেভারিট

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ ফুটবল। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তার কারণে এই টুর্নামেন্টকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আগামী ২১ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের। আয়োজক দেশ কাতার ইতোমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। অংশ নেয়া দলগুলোও নিজেদের মতো সবকিছু গুছিয়ে নিচ্ছে। এখন অপেক্ষা শুধু মাঠে গড়ানোর।

কাতার বিশ্বকাপ শুরু হতে আরো মাস পাঁচেক বাকি থাকলেও এরই মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। নিজেদের প্রিয় দলের নান্দনিক আর ছন্দময় ফুটবলশৈলী উপভোগ করতে মুখিয়ে আছে সমর্থকরা। এবারের আসরের শিরোপা কার হাতে উঠবে তা নিয়ে হিসাব কষছে ফুটবলপ্রেমীরা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফেভারিট দলগুলোর সামনের সারিতে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ইংল্যান্ড।

কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে সব ধরনের শিরোপা জিতলেও নিজ দেশ আর্জেন্টিনার হয়ে বিশ্বসেরার মুকুট জেতা এখনো অধরাই থেকে গেছে মেসির। এবারের আসরে তাই মেসির শিরোপা জয়ের স্বপ্নকে পূর্ণতা দিতে প্রস্তুত দলের খেলোয়াড়রা। সাম্প্রতিককালে দলের ধারাবাহিক উন্নতি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে মেসি-দিবালাদের। শেষ ৩ বছরের দলটি কোনো ম্যাচ হারেনি। ২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪৭তম আসরে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট লাভ করে আর্জেন্টিনা। এছাড়া লাতিন আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই লা ফিনালিসিয়াতে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে দলটি। বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়েও উন্নতি করেছে আলবিসেলেস্তরা। চতুর্থ স্থান থেকে একধাপ এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৭ ম্যাচে ১১ জয় এবং ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে কাতার বিশ্বকাপের টিকিট পায় দুই বারের শিরোপাজয়ীরা। আর্জেন্টিনাকে এবার নেতৃত্ব দেবেন নিওনেল মেসি। ২৯ জুন।