Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ জুলাই, ২০২২ ০৩:২০ পূর্বাহ্ণ

হাইগেনস এর নীতি


"প্রাথমিক তরঙ্গমুখের (wavefront) প্রতিটি বিন্দু এক একটি গৌণ গোলাকার ছোট তরঙ্গের(wavelets) উৎস এবং প্রতিটি প্রাথমিক তরঙ্গমুখ ঐ ছোট গোলাকার তরঙ্গগুলোর সমষ্টি। এই ছোট তরঙ্গগুলো প্রাথমিক তরঙ্গের সমান বেগ ও কম্পাঙ্ক নিয়ে অগ্রসর হয়।"                                                                                                                                                        

হাইগেনের নীতির ব্যখ্যাঃ

চিত্র-০১

সাধারনত আলো সরল পথে চলে এবং আলোর একটি ছোট অংশ পর্দার D (চিত্র-০১) তে দৃশ্যমান হয়। যদি রন্ধ্রটি আরো সরু (তরঙ্গদৈর্ঘের চেয়ে ছোট) হয় তাহলে আলো কিছুটা ছড়িয়ে যায়।

পর্দাটি সরিয়ে একটি ফটোগ্রাফিক প্লেট স্থাপন করা হলে চিত্র-০১ এর মতো চিত্র পাওয়া যায়। ফটোগ্রাফিক প্লেটের ছবিটি সবচেয়ে বেশি প্রগাড় হবে সোজা মধ্যবিন্দু D তে। কোণ যতই বৃদ্ধি পাবে ততই এর প্রগাড়তা কমতে থাকে, যেমন - C ও E বিন্দু।


আরো দেখুন