Loading..

উদ্ভাবনের গল্প

০৬ জুলাই, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ণ

ইংরেজি হাতের লেখা সুন্দর করা এবং সঠিক নিয়মে লেখা শেখানোর উদ্ভাবনী কৌশল

উদ্ভাবনের গল্প

ইংরেজি হাতের লেখা সুন্দর করা এবং সঠিক নিয়মে লেখা শেখানোর উদ্ভাবনী কৌশল

১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সবগুলো শ্রেণিতে আমি ইংরেজি পড়াই। তাই শিক্ষার্থীদের ইংরেজি হাতের লেখা সুন্দর করানো চেষ্টা চালিয়ে যাই। তাদের লেখা সুন্দর করানোর জন্য আমি প্রথমে বোর্ডে দাগ টেনে একটি লাইন লিখে দিয়ে বলি যেভাবে আমি লিখেছি তারাও যেন সেই ভাবে খাতায় লিখে। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা কিছুটা লিখতে পারলেও ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীরা সঠিক ভাবে লিখতে পারে না। তারপর আমি চিন্তা করে দেখলাম এইভাবে তাদেরকে শেখানো যাবেনা। আমি নতুন একটি আইডিয়া বের করলাম। তাদের প্রত্যেকের খাতায় আমি একটি লাইন লিখে দেই এবং পাশে বসে থেকে একটি লাইন তাদেরকে অনুশীলন করাই। এভাবে প্রতিদিন করি। একমাসের ভিতর সবাই সুন্দর করে সঠিক ঘরে বর্ণ লিখতে সক্ষম হয়। বিশেষ করে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি খুবই কার্যকর একটি পদ্ধতি। আপনারা ও চেষ্টা করে দেখতে পারেন। ইনশাল্লাহ সবাই সফল হবেন।