Loading..

খবর-দার

০৭ জুলাই, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ

পিচফল নাকি আঁশফল নাকি কাঠলিচু?, কে কী নামে চিনেন একে?

?? পিচফল নাকি আঁশফল নাকি কাঠলিচু?, কে কী নামে চিনেন একে?


?? আমরা স্থানীয়ভাবে একে পিচফল নামে ডাকি, তবে কেউ এ নামে না চিনলে বাকি নামগুলো বলি। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের মানুষ একে চিনলেও অনেক জেলায় এটির উৎপাদন হয় না।


?? আমাদের দোহারের প্রায় প্রতিটি বাড়িতে একটি বা দুইটি গাছ রয়েছে।আর বাজারগুলো এখন পিচফলময়।


?? দেখতে লিচুর চেয়ে কিছুটা ছোট, স্বাদে অনন্য। 


?? সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি। 


❤️❤️ আমি সম্পা আখতার। 

   দোহার - ঢাকা থেকে। 

পেইজ- বিচিত্র বসন। ❤️❤️


"এই পণ্যের গুণগত মান আমি ব্যক্তিগত ভাবে পরীক্ষা করে এবং সকল নিয়ম মেনে এর পরিচিতি পোস্ট করেছি। এই পণ্যের ক্রয় বিক্রয়ের সাথে উই কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এর সম্পূর্ণ দায়ভার আমার। "