Loading..

খবর-দার

১৬ জুলাই, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

স্বপ্ন জয়ের আরেক ধাপ

বাঙ্গালীর আরেকটা স্বপ্ন জয়ের পালা।ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দেয়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়্র যাচ্ছে। রেলপথ  আগামী জুনে উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।মাদারীপুরের শিবচরের পদ্মা রেলস্টেশন থেকে সেতুর জাজিরা প্যান্ট পর্যন্ত ৪ কিলোমিটারে বসে গেছে পাথরবিহীন আধুনিক রেল লাইন।এই অংশের উড়াল রেলপথের কাজ প্রায় শেষ।

প্রকল্পটি সময়মতো বাস্তবায়ন করতে তিনটি ভাগে কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, পরিকল্পনায় ঢাকা থেকে মাওয়া পর্যন্ত একটি অংশ, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত একটি অংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত একটি অংশ। এর মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজ এগিয়েছে ৬৪.০৮ ভাগ, মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৮০.০২ ভাগ এগিয়েছে, ভাঙা থেকে যশোর পর্যন্ত ৯১ ভাগ কাজ এগিয়েছে। পরিকল্পনা রয়েছে ২০২৩ সালের জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে রেললাইন কানেক্ট করা।সেই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত সমতলে বসেছে প্রায় ৩ কিলোমিটার রেললাইন। ৬.১৫ কিলোমিটার মূল সেতুর ওপর এখন চলছে রেললাইন বসানোর শেষ মুহূর্তের প্রস্তুতি।