Loading..

নেতৃত্বের গল্প

১৬ জুলাই, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ

নেতৃত্বের গল্প, গনেশ কুমার পাল দীপু, প্রধান শিক্ষক, আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, সিলেট

“নেতৃত্বের গল্প”

আমি সিলেট মহানগরীর আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ কুমার পাল দীপু। ২০১৮ সালের ১লা ফেব্রুয়ারি আমি বদলী হয়ে সিলেট মহানগরীর আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি । ইতিপূর্বে আমি সিলেট সদর উপজেলার বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১২বছর সফলতার সাথে শিক্ষকতা করি। প্রতিষ্ঠানকে বদলে দেয়াই আমার স্বপ্ন। বদলে দেবার দৃঢ় অঙ্গীকার নিয়ে ২০১৮ সালে অত্র বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়টিকে একটি মডেল ও দৃষ্টিনন্দন বিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ২০২২ সালের ৩০এপ্রিল পর্যন্ত আমি বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পাদন করি। আমার কিছু অর্জন ও কিছু কার্যক্রম এখানে তুলে ধরা হলো।

v বিদ্যালয়ের অভিভাবকদের জন্য ২০১৮ সালে অভিভাবক ছাউনি তৈরি।

v বিদ্যালয়ের মাঠে শিশুদের জন্য প্লেয়িং এক্সেসরিজ স্থাপন ও সংস্কার।

v বিশুদ্ধ পানির জন্য বিদ্যালয়ে ওয়াটার পিউরিফিয়ার মেশিন স্থাপন।

v তাঁর ইনোভেশন “স্বচ্ছতা কর্নার” এর মাধ্যমে প্রতিবছর স্লিপ কার্যক্রম বাস্তবায়ন ও ছবিসহ ডিজিটাল ফোল্ডারে সংরক্ষণ।

v যথাযথ মর্যাদায় আনুষ্ঠানিকতার সাথে সকল দিবস উদযাপন।

v মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক কুচকাওয়াজে অংশগ্রহণ।

v মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ও পুস্পস্তবক অর্পণ করতে প্রতিবছর সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে গমন।

v প্রাক-প্রাথমিক শিশুদের জন্য আনুষ্ঠানিকভাবে শিশু বরণ অনুষ্ঠান চালু। সর্বশেষ ২০২২সালে উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল জলিল মহোদয়ের শিশু বরণ উৎসবের উদ্বোধন।

v প্রতি বছর আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন।

v আনুষ্ঠানিকভাবে অভিভাবক সমাবেশের মাধ্যমে বিদ্যালয়ের মাঠে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই বিতরণ অনুষ্ঠান চালু।২০২০ সালে বাংলাদেশ আও্যামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক জনাব শফিউওল আলম চৌধুরী নাদেল্ভও ২০২২ সালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব রেজাউল হাসান কয়েস লোদী বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন।

v বিদ্যালয়ের দৈনিক সমাবেশকে আকর্ষনীয় করতে ২০১৮সাল থেকে সমাবেশে Action Song চালু।

v বছরের সেরা শিক্ষার্থী, সেরা উপস্থিতি, সেরা শৃঙ্খলাপরায়ন, সেরা কাবশিশু, সেরা হ্যান্ডরাইটার, সেরা পঠন, সেরা ভকাবুলারিয়ান, সেরা অনলাইন শিক্ষার্থী পুরস্কার চালু।প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সবাইকে ক্রেস্ট ও সনদ প্রদান।

v ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ সমাপ্তি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে “পাঠ সমাপনী অনুষ্ঠান” চালু।

v  ২০১৮-১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬টি A+ প্লাস সহ এপর্যন্ত বিদ্যালয়ের শতভাগ পাশের রেকর্ড।

v বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ক্লাসরুমসহ বিদ্যালয়কে বিভিন্ন সাজে সজ্জিতকরণ।

v এপ্রোনসহ ক্ষুদে ডাক্তার কার্যক্রম চালু।

v “One day One word” কার্যক্রম পরিচালনার জন্য ইনোভেশন “Vocabulary Board” তৈরি।

v প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ইনোভেশন “Vocabulary Board” জাতীয় পর্যায়ে সেরা দশ ইনোভেশনের স্বীকৃতি লাভ।

v বিদ্যালয়ের সকল শিক্ষককে বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষামূলক ওয়েবপোর্টাল “শিক্ষক বাতায়নে” অন্তর্ভুক্তকরণ।

v সকল শ্রেণির পাঠদানে মাল্টিমিডিয়ার ব্যবহার চালু।

v প্রতিবছর বিদ্যালয়ে “সেরা মা পুরস্কার” চালু। ২০২২ সালে সেরা ৫জন মা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল জলিল তালুকদার মহোদয়ের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

v বিদ্যালয়ে সততা ষ্টোর, মহানুভবতার দেয়াল, লস্ট এন্ড ফাউন্ড বক্স, সিটিজেন চার্টার, পরামর্শ ও অভিযোগ বক্স স্থাপন।

v শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিদ্যালয়ে “স্বাস্থ কর্নার” চালু।

v শিশু শ্রেণিকে শিশুবান্ধব ও  সুসজ্জিত করণ।

v প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত প্রধান শিক্ষকের নিজস্ব ইনোভেশন ‘স্বচ্ছতা কর্নার’ ও ‘ভকাবুলারি বোর্ড’ বিদ্যালয়ে স্থাপন।

v বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার ও শেখ রাসেল কর্নার স্থাপন।

v বঙ্গবন্ধু বুক কর্নার ও শেখ রাসেল বুক কর্নার স্থাপন।

v স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয়ের সেরা ৫০শিক্ষার্থীকে পুরস্কার প্রদান।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার মহোদয়।

v শিশুর শিখন শক্তিশালী করতে বিদ্যালয়ে ঐতিহাসিক নিদর্শন কর্নার, ফুল গ্যালারি, ফল গ্যালারি, পশু গ্যালারি, পাখি গ্যালারি,স্কুল গ্যালারি,বিজ্ঞান ও প্রযুক্তি কর্নার স্থাপন।

v বিদ্যালয়ে বিভিন্ন ধরণের সৃজনশীল কার্যক্রম পরিচালনা।

v ২০২০ সালে করোনাকালীন পরিস্থিতেতে শিশুদের শিখন ঘাটতি দূরীকণের জন্য “সিলেট অনলাইন প্রাইমারী স্কুল” প্রতিষ্ঠা।

v ২০২০-২০২১ সালে কোভিড-১৯ পরিস্থিতিতে শিশুদের শিখন ঘাটতি দূরীকরণে “সিলেট অনলাইন প্রাইমারি স্কুল” প্রতিষ্ঠার স্বীকৃতিসরূপ সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক “অনলাইন স্কুল এডমিন সম্মাননা” পদক প্রাপ্তি।

v কোভিড-১৯ পরিস্থিতিতে সিলেট অনলাইন প্রাইমারি স্কুলে পাঠদানের স্বীকৃতিসরূপ প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের আরো দুইজন সহকারি শিক্ষকের সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক “করোনাযোদ্ধা শিক্ষক সম্মাননা প্রাপ্তি।

v ২০২০ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত a2i কর্তৃক শিক্ষক বাতায়নে “ICT4E সিলেট জেলা এম্বেসেডর” নির্বাচিত হই।

 

গনেশ কুমার পাল দীপু

প্রধান শিক্ষক

আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়

সদর, সিলেট।

আরো দেখুন