Loading..

প্রেজেন্টেশন

১৯ জুলাই, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ

সেরা অনলাইন পারফরর্মার র্স্বীকৃতিঃ-

যদি লক্ষ্য থাকে অবিচল পেশার প্রতি সম্মানও ভালবাসা, ভালবাসা আর কাজের প্রতি যখন মনোযোগ থাকে সফলতা তখন আপনার  আশায় থাকে। আমার স্বপ্ন,আশা ও বিশ্বাস ছিলো প্রতি পাক্ষিকে নির্বাচিত সেরাদের মত আমিও শিক্ষক বাতায়নের আকাশে নিজেকে উড়তে দেখব।দেশের বিভিন্ন জেলা থেকে সম্মানিত শিক্ষক- শিক্ষিকাগন ফোন দিয়ে বলবেন স্যার আপনি  সেরা হয়েছেন। কিন্তু সেই আশা যে পূরণ হবে(০২.০৭.২০২২)ইং  তারিখ আমি ভাবতে পারি নাই।সেই আশা আজ সকালে আমার হাতে ধরা দেয় আনুমানিক সকাল ১১টায় সময় আমি স্কুলে বসা হঠাত করে আমার ফোন বেজে উঠল অপর প্রান্তে হেলো স্যার, আমি বললাম,কে শ্রদ্ধেয় শিক্ষক, প্রিয় মানুষ, চির সবুজ ব্যক্তি জনাব আজহারুল ইসলাম স্যার ( কিশোরগঞ্জ)আমাকে বলল সাখাওয়াত স্যার আপনি এখনি বাতায়নে প্রবেশ করেন,  আমি বললাম কেন  স্যার,দেখেন আপনি সেরা অনলাইন পারর্ফমার নির্বাচিত হয়েছে।তখন আমি দিশেহারা হয়ে পড়ি ।শরীরের প্রতিটি অংশ শীতল হয়ে গেল।আন্দন আর ধরে রাখতে পারলা না।এটাই বুঝি আমার দীর্ঘ প্রতিক্ষার ফসল। কোন কিছু মন থেকে চাইলে আর কাছের মানুষ গুলো যখন সহযোগিতা হাত বাড়িলে দিলে তা পূরণ হতে বাধ্য।সব কিছু আপনাদের সহযোগিতা ও ভালবাসা দ্বারা সম্ভব হয়েছে।আমি আপনাদের এ ভালবাসা কোন দিন ভুলবনা।আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। যাদের কথা না বললেই নয়।বিশেষ করে জনাব আনোয়ার উদ্দীন হিরণ স্যার( কেন্দুয়া) জনাব আজহারুল ইসলাম স্যার (কিশোরগঞ্জ) বাবু অনুকূল চন্দ্র সরকার (কেন্দুয়া)ও মোঃ আব্দুল মালেক স্যার(আটপাড়া) কাছে আমি চির কৃতজ্ঞ।তাদের সহযোগিতা আমার এই অর্জন।বিশেষ করে আমার জীবন সঙ্গী মোসাঃ সুমাইয়া আক্তার আশা প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে কাজের সুযোগ করে দিয়েছে।

আরো ধন্যবাদ জানাই রেহেনা আক্তার ঝর্ণা আপার প্রতি (ময়মনসিংহ)

যাদের প্রতি আমি কৃতজ্ঞ জনাব কবির হোসেন স্যার,জনাব অভিজিৎ স্যারসহ বাতায়ন পরিবারের সাথে জড়িত সকল কর্মকর্তাদের অনেক অনেক ধন্যবাদ।

পরিশেষে বলব বাতায়নে সাথে আছি,ছিলাম এবং থাকব,,?