Loading..

খবর-দার

২১ জুলাই, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

আগামীকাল ২২ জুলাই, শুক্রবার, বেলা ৩ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন
আজ ঈশ্বরগঞ্জে যেন চাঁদ রাতের (চান রাইত) আমেজ বিরাজ করছে। আগামীকাল ২২ জুলাই, শুক্রবার, বেলা ৩ টায় অনুষ্ঠিতব্য ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে উপজেলা শহর জুরে সাজ সাজ রব। বিশেষকরে রাতের ঈশ্বরগঞ্জের কথা এক কথায় অনন্য। অসংখ্য আলোকময়-তোরণ আর বর্ণাঢ্য পোস্টার ফেস্টুনে সেজেছে ঈশ্বরগঞ্জ।
আগামীকালের অনুষ্ঠানটি আওয়ামীলীগের একান্ত দলীয় প্রোগ্রাম হলেও পুরো ঈশ্বরগঞ্জ জুরেই দলমত নির্বিশেষে এর রেশ বুঝা যাচ্ছে।সম্মেলনকেন্দ্রিক আলোচনায় প্রধান্য পাচ্ছে ; কে হচ্ছেন ঈশ্বরগঞ্জ আওয়ামীলীগের আগামী দিনের কাণ্ডারী, কাদের নেতৃত্বে পরিচালিত হবে ঈশ্বরগঞ্জের আওয়ামিলীগ।
মানুষের তীব্র এই কৌতূহলের সীমা কেবল রাতের দেয়াল। রাত পোহালেই ভোরের সূর্য নতুন আলোয় জানান দিবে ঈশ্বরগঞ্জের রাজনীতিতে আওয়ামিলীগের সামনে চলার পথ কেমন হবে!
উপজেলা কমিটিতে যারা আসবেন কিংবা আসতে চাচ্ছেন, সম্মেলন পূর্ব প্রহরটুকু তাদের চরম উদ্বেগ উৎকন্ঠায় পার হলেও সাধারণ কর্মীদের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার আমেজ।
মূলতঃ নতুন কমিটি গঠন প্রক্রিয়াটি বেশ বিলম্বিত হওয়ায় দলীয় কর্মী সমর্থকসহ সাধারণ মানুষদের মাঝেও সম্মেলন নিয়ে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগের তৃণমূলের রাজনীতি কেমন হবে, কেমনে চলবে আগামীকালের সম্মেলনের মাধ্যমেই তার চূড়ান্ত ফয়সালা হবে।
ঈশ্বরগঞ্জের একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও চাই অনুষ্ঠিতব্য কাউন্সিল সফল হোক, সুন্দর হোক।
শুভ কামনা সবার জন্য।