Loading..

প্রকাশনা

২২ জুলাই, ২০২২ ০৯:২১ অপরাহ্ণ

স্বরচিত কবিতা(স্বপ্নের পদ্মা সেতু) উম্মে কুলছুম,সহকারী শিক্ষক, পিয়াইম নাছির উদ্দিন সপ্রাবি,মাধবপুর,হবিগঞ্জ।

স্বপ্নের পদ্মা সেতু

 

বহুদিনের স্বপ্ন আজ সত্যি হলো

আকাশে বাতাসে আনন্দের ধারা বইলো।

নিজেদের টাকায় তৈরি হলো স্বপ্নের পদ্মা সেতু

শত বাধা বিপত্তিতেও আমরা নইকো ভীতু।

চারলেনের পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক

বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়ানো সৈনিক।

হাজার মানুষের দুঃখ কষ্ট হবে দূর

ভয় পাবেনা আর কেউ হতে নদী পার।

হে বিশ্ব! তুমি অবাক বিস্ময়ে দেখো

আমরাও পারি শুধু এইটুকুই মনে রেখো।

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা,পদ্মা সেতু দিয়েছেন শেখ হাসিনা

এমন বিজয়ের দিন আমরা কখনো ভুলবো না।

এ সেতু যেনো শুধু সেতু নয়

এ হলো এক নতুন ইতিহাস ও আমাদের নতুন পরিচয়।

পদ্মা সেতু আমাদের গর্ব,আমাদের অহংকার

দীপ্ত কণ্ঠে আজ সবার জয়ের হুংকার

আমাদের টাকায় আমাদের সেতু

স্বপ্নের পদ্মা সেতু।

Text Box: Kulsum

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি