Loading..

প্রকাশনা

২৫ জুলাই, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ণ

শিক্ষণ-শিখন কার্যক্রমে প্রয়োজনীয় শিক্ষকের ব্যক্তিগত মূল্যবোধ

শিক্ষা, শিক্ষার্থী এবং শিক্ষক- এই তিনটির মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। ছাত্রছাত্রী তথা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মূল্যবোধ সৃষ্টির জন্য শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক হলো মূল্যবোধ বিনির্মাণের আদর্শ কারিগর। শিক্ষাপ্রতিষ্ঠান হলো মূল্যবোধ চর্চার অনন্য কারখানা। শিক্ষার মধ্য দিয়ে ছাত্রছাত্রী তথা সমাজের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটে। শিক্ষা ভালো-মন্দ বিচার করতে শেখায়। আর এই ভালো-মন্দের বিচার মূল্যবোধের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। একটি সুস্থ, সুন্দর ও মানুষের উপযোগী সমাজ প্রতিষ্ঠার জন্য মূল্যবোধের কোন বিকল্প নেই

 

শিক্ষণ-শিখন কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্বাস থেকে শিক্ষকের মাঝে কিছু  মূল্যবোধ গড়ে ওঠে। যেমনঃ

§ নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকসহ অত্যাধুনিক শিক্ষা সংক্রান্ত জার্নাল অধ্যয়ন করা;

§ নিয়মিতভাবে প্রতিফলন ডায়েরি লেখা এবং আত্মমূল্যায়ন করা; 

§ শ্রেণিতে শিখন-শেখানো কাজ পরিচালনার পূর্বে প্রস্তুতি নেওয়া;

§ শিক্ষার্থীদেরকে পারস্পরিক মতবিনিময় করার সুযোগ দেওয়া;

§ শিক্ষার্থীদের মতামতের প্রতি গুরুত্ব প্রদান করা এবং শিখনে সহযোগিতার মনোভাব থাকা;

§ শিক্ষার্থীদের কাজের স্বীকৃতি দেওয়া এবং প্রশংসা করা;

§ শিক্ষার্থীদের প্রতি বন্ধুসুলভ আচরণ এবং ইতিবাচক মনোভাব থাকা;

§ রুচিসম্মত পোশাক-আশাক, মার্জিত, আচরণ, শালীনতাবোধ ও চরিত্র শিক্ষার্থীদের নিকট আদর্শ ও মডেল হওয়া;

§ শিক্ষার্থীদেরকে যথাযথভাবে মূল্য যাচাইসহ নিরপেক্ষতা বজায় থাকা;

§ শিক্ষার্থীদের কল্যাণে সদা সত্য কথা বলা;

§ নিজের এবং অপরের স্বাস্থ্য সচেতনতার প্রতি দৃষ্টি রাখা;

§ বিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনুগত থাকা এবং প্রশাসনের সকল কাজে ইতিবাচক ভূমিকা রাখা।

 

আমাদের সমাজে বর্তমানে মূল্যবোধের চরম অবক্ষয় চলছে। পাশ্চাত্যের স্টাইলে গড়ে উঠছে সমাজব্যবস্থা। মূল্যবোধের অভাব যত্রতত্র অ্যানড্রয়েড ফোনের ব্যবহার  এবং মাদক যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। শিক্ষক হলেন সমাজের আয়না। অনেক ক্ষেত্রে দেখা যায়, ছেলেমেয়েরা কোন বিষয়ে হয়তো বাবা-মা’র কথা শুনছে না, কিন্তু শিক্ষকের কথা শুনছে। বাবা-মার পর ছেলেমেয়েরা শিক্ষকদেরই তাদের জীবনপথের কাণ্ডারি হিসেবে বিবেচনা করে।

মূল্যবোধের এই চরম সংকটময় মুহূর্তে দেশের শিক্ষক সমাজের পেশাগত মূল্যবোধের প্রতি যত্নবান হওয়া উচিত, পাশাপাশি শ্রেণীকক্ষসহ সমাজ ও রাষ্ট্রে মূল্যবোধ বিকাশের জন্য সর্বাত্মক ভূমিকা রাখতে হবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণে ধরা মূল্যবোধকে শিক্ষক সমাজই আবার জাগিয়ে তুলতে পারেন। তাই শিক্ষার্থী, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মূল্যবোধ প্রতিষ্ঠার প্রধান কর্নধারের ভূমিকা পালন করতে হবে শিক্ষক সমাজকেই। এর কোন বিকল্প নেই। নতুবা দেশ ও জাতি গভীর সংকটে পতিত হবে  

                                 -----0-----

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি