Loading..

প্রকাশনা

২৫ জুলাই, ২০২২ ০৮:৫১ পূর্বাহ্ণ

যে সকল নৈতিক মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে স্থানান্তর করা খুবই জরুরী

 

v     শিক্ষকদের সন্মান করা

v      সহপাঠীদের সাথে সহযোগিতা করা

v     পরীক্ষায় নকল না করা

v     সত্যকে জানা ও বাস্তব জীবনে তা অনুশীলন করা

v     স্বাস্থ্য ভাল রাখার নিয়মনীতি  মেনে চলা

v     ঈর্ষা, রেষারেষি বা বিদ্বেষ্পূর্ণ আচরণ না করা।

 

মূল্যবোধ কী?

মূল্যবোধ কথার অর্থ মূল্যবান, মর্যাদাবান বা শক্তিশালী হওয়া।

মূল্যবোধের কতগুলো সংজ্ঞা নিচে উল্লেখ করা হলো:

     ব্যক্তির জানা, পরিচিত বা নিজের আয়ত্তে যা কিছু আছে, তার চেয়েও অধিকতর মূল্যবান, যা কিছু সঞ্চয় করে রাখার মতো তা হলো মূল্যবোধ।

     মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলে।

     কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে।

     সমাজবিজ্ঞানী ডেবিড পোপেনো (David Popenoe) বলেছেন, “ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষি সমাজের সদস্যদের যে ধারণা, তার নামই হলো মূল্যবোধ

 

শিক্ষার্থীর ইতিবাচক পরিবর্তনে যে অভ্যাসগুলি পালন করা জরুরী

 

     মুসলিম ছাত্র/ছাত্রীদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা

     অন্যের নিন্দা না করা

     নিজের দোষ স্বীকার করা

     টেলিভিশন ও মোবাইলে স্বল্প সময় ব্যয় করা

     নিয়মিত স্কুলে উপস্থিতি

     ক্লাসে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা

     প্রতিদিনের স্কুলের পড়া প্রতিদিন শেষ করা

     বাবা-মা, ভাই-বোনদের উপর রাগ না দেখানো

     অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা

     সব কাজই সময়মত করা

     অন্যায়ের প্রতিবাদ করা

 

উন্নত ও সুস্থ জীবনব্যবস্থা গড়ে তুলতে ব্যক্তির মধ্যে এ সব গুণাগুণ সাধারণভাবে করা হয়। সকলের মধ্যে  সমানভাবে এই গুণাগুণ থাকলে মানুষ একে অপরের সাথে ইতিবাচক কল্যাণমুখী আচরণগুলো করতে পারে এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠতে পারে।

নৈতিক মূল্যবোধগুলি শুরু থেকেই শিশুদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এগুলি আপনার সন্তানের ব্যক্তিত্ব গঠনে বিশাল ভূমিকা পালন করে এবং আপনার শিশু কীভাবে তার জীবনকে রূপ দেয় তার উপর সবচেয়ে বড় প্রভাব রয়েছে  

                                       -----0-----

মোঃ আবু আব্দুর রহমান সিদ্দিকী

(এম এ, বি-এড)

সিনিয়র শিক্ষক (ইংরেজি)

জাগরণী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যাবীথি

নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

Email: siddiquee1211@gmail.com

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি