Loading..

মুজিব শতবর্ষ

৩০ জুলাই, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ

ব্লেন্ডেড_শিক্ষায়_আমাদের_করণীয়" শীর্ষক ওয়েবিনারে

ভার্চুয়াল এডুকেটর'স কোলাবোরেশন (VEC) কর্তৃক আয়োজিত আজ ৩০ জুলাই, শনিবার রাত ৮.৪৫ এ #ব্লেন্ডেড_শিক্ষায়_আমাদের_করণীয়" শীর্ষক ওয়েবিনারে প্রধান আলোচক আমাদের সবার প্রিয়মুখ, শিক্ষক বাতায়নে প্রাণ দেয়া অন্যতম শিক্ষক প্রশিক্ষক জনাব Mohammad Kabir Hossain, সহযোগী অধ্যাপক ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ও সংযুক্ত কর্মকর্তা a2i.


বিশেষ আলোচক ময়মনসিংহ অনলাইন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা, a2i কর্তৃক পুরস্কৃত আইসিটি আইকন, আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিক্ষক অভিভাবক ও দেশ বরেন্য শিক্ষক প্রশিক্ষক জনাব Sumon Habib  সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ এবং জনাব কামরুজ্জামান, সুপার, পিটিআই, ঢাকা।


সভাপতিত্ব করেন ইংরেজি বিষয়ের মডেল কন্টেন্ট ডেভেলপার ও শিক্ষক বাতায়নের সর্বাধিকবার সেরা কন্টেন্ট নির্মাতা, শিক্ষক সম্মেলনের অন্যতম সফল আয়োজক প্রিয়মুখ Hasan Cambrian স্যার, সিনিয়র শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল & কলেজ

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি