Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩১ জুলাই, ২০২২ ০২:২৫ অপরাহ্ণ

হিজরি নববর্ষের শুভেচ্ছা

সবাইকে ১৪৪৪ হিজরি নববর্ষের শুভেচ্ছা-


হিজরি সন হল ইসলামী চন্দ্র পঞ্জিকায় ব্যবহৃত পঞ্জিকা সাল যার প্রথম বছর শুরু হয় ৬২২ খ্রিস্টাব্দের ইসলামি নববর্ষের দিন থেকে। হিজরি সালের এই প্রথম বছরে মুহাম্মদ ও তার সাহাবীরা মক্কা থেকে ইয়াসরিবে (বর্তমানে মদিনা) দেশান্তরিত হন।


হিজরী সন হযরত উমর (রা) ,হযরত আবূ মুসা (রা) , হযরত আলী (রা) , হযরত উসমান (রা)।যৌথভাবে এরা চারজনই ছিলেন। তবে সেই সময়ের খলিফা ছিলেন হযরত উমর (রা) তাই ক্রেডিট টা উনারই প্রাপ্য।


সবাইকে হিজরি নববর্ষের শুভেচ্ছা -


শুভেচ্ছান্তে 


মোঃ সাখাওয়াত হোসেন 

প্রভাষক 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

আগানগর আদর্শ ডিগ্রি কলেজ 

বরুড়া, কুমিল্লা। 


দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা 

ও 

জেলা আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক, এটুআই ও আইসিটি ডিভিশন। 


কার্যনির্বাহী সদস্য, 

কুমিল্লা জেলার আইসিটি অ্যাম্বাসেডর ফোরাম, কুমিল্লা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি