প্রকাশনা

রাত হলেই জমে ওঠে ইলিশের বাজার

কোহিনুর খানম ০১ আগস্ট,২০২২ ১৭৯ বার দেখা হয়েছে ১৯ লাইক ৩৯ কমেন্ট ৫.০০ রেটিং ( ১৮ )

পিরোজপুর সদর উপজেলার কচা নদীর বেকুটিয়া ফেরিঘাট। ফেরিঘাট ঘিরে গড়ে উঠেছে কুমিরমারা মাছের বাজার। প্রতিদিন সন্ধ্যার পর বাজারটি জমজমাট হয়ে ওঠে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইলিশ কেনার জন্য ক্রেতাদের পদচারণে মুখর হয়। মূলত কচা নদীতে জেলেদের ধরা তাজা ইলিশের জন্য বাজারটি পরিচিতি পেয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা সাতটার পর কচা নদীর ইলিশ, আইড়, তপসী চিংড়ি মাছ নিয়ে জেলেরা মাছবাজারে আসতে শুরু করেন। তাঁরা বাঁশের ডালায় ইলিশের পসরা সাজিয়ে বসেন। দরদাম করে ইলিশসহ অন্যান্য মাছ কেনেন ক্রেতারা। ঘাটে ফেরির জন্য অপেক্ষমাণ গাড়ির যাত্রীরাও বাজার থেকে পছন্দের মাছ কিনছেন।

পিরোজপুর শহরের বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘আমি প্রায়ই সন্ধ্যার পর মাছ কিনতে বেকুটিয়া ফেরিঘাটে আসি। এখানে তাজা ইলিশ পাওয়া যায়। আজ (রোববার রাতে) দুটি ইলিশ কিনেছি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা কার্যালয়ে কর্মরত ইসমাইল হোসেন বাসে ঝালকাঠিতে নিজের বাড়িতে যাচ্ছিলেন। বাস ফেরির জন্য অপেক্ষা করায় তিনি ইলিশ কিনতে মাছবাজারে ঢুকে পড়েন। ইসমাইল প্রথম আলোকে বলেন, তাজা বড় ইলিশ দেখে কিনতে ইচ্ছা হচ্ছিল। কিন্তু ইলিশের দাম বেশি হওয়ায় আর কেনা হয়নি।

কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কচাসহ স্থানীয় নদ-নদীতে জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। সাধারণত আষাঢ় শ্রাবণে নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায়। কখনো সাত থেকে আটটি বড় ইলিশ পাওয়া যায়। তবে ভাগ্য খারাপ হলে দু-একটি ইলিশ নিয়ে জেলেদের বাড়িতে ফিরতে হয়।

কচা নদীর জেলে জামাল হোসেন বলেন, কাচা, কালীগঙ্গা, বলেশ্বর সন্ধ্যা নদ-নদীতে পাঁচ শতাধিক জেলে আছেন। জোয়ারের সময় জেলেরা ইলিশ শিকারের জন্য নদীতে জাল ফেলেন। ভাটার আগেই জাল তোলা হয়। সন্ধ্যা বা রাতে ভাটায় জাল তুলে জেলেরা বেকুটিয়া বাজারের মাছের আড়তে চলে যান। সেখানে আড়তদারেরা জেলেদের কাছ থেকে মাছ কিনে কেনাবেচা করেন। আবার জেলেরা নিজেরাও মাছ বিক্রির জন্য হাটে মাছ নিয়ে বসেন।

বেকুটিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী কামাল শেখ বলেন, তিনি জেলেদের কাছ থেকে ইলিশ কিনে বিক্রি করেন। সম্প্রতি নদীতে দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ ধরা পড়ছে। দেড় কেজির ওজনের একটি ইলিশ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক থেকে দেড় কেজির কম ওজনের ইলিশ হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়। এক কেজির কম ওজনের ইলিশ (৮০০-৯০০ গ্রাম) হাজার ২০০ টাকায় বিক্রি হয়। এর চেয়ে ছোট ইলিশ আকারভেদে ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ী বেল্লাল শেখ প্রথম আলোকে বলেন, বাজারের ক্রেতা মূলত দূরদূরান্ত থেকে আসা বাসের যাত্রী পিরোজপুর শহরের চাকরিজীবী ব্যবসায়ীরা। নদীর তাজা ইলিশসহ আইড়, তপসী চিংড়ি মাছ কেনার জন্য অনেকে রাতে বাজারে আসেন। তাজা মাছ পাওয়ায় একটু বেশি দাম দিয়ে হলেও ক্রেতারা কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমির হোসেন বলেন, বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা বাজারটি তাঁর ইউনিয়নের একটি বাজার। বাজারটি বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাট-সংলগ্ন হওয়ায় লোকসমাগম বেশি। ওই মাছবাজারের তাজা ইলিশের কদর আছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বাজারটি জমজমাট থাকে।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল বারী বলেন, আষাঢ়-শ্রাবণ মাস ইলিশের ভরা মৌসুম। সময় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। বছর নদ-নদীতে বড় আকারের প্রচুর ইলিশ ধরা পড়ছে।

মতামত দিন
সাম্প্রতিক মন্তব্য
মো. ইকছার আলী
২৬ অক্টোবর, ২০২২ ০১:৫২ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা।


বীণা মিত্র
১৪ অক্টোবর, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ

শুভকামনা রইল।


মোসাঃ আছ্মা আক্তার
১৩ অক্টোবর, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

??চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।?????


কোহিনুর খানম
১৪ অক্টোবর, ২০২২ ০৭:০০ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোহাম্মদ ইউনুছ আলী
০৬ অক্টোবর, ২০২২ ০৭:৪০ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি


কোহিনুর খানম
১৪ অক্টোবর, ২০২২ ০৭:০০ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোঃ মুজিবুর রহমান
২৬ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৪৪ অপরাহ্ণ

অনেক সুন্দর উপস্থাপন। লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল।


কোহিনুর খানম
০৪ অক্টোবর, ২০২২ ০৬:১০ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোঃ আবদুল গাফফার ভুঁইয়া
২৩ সেপ্টেম্বর, ২০২২ ০৫:১৯ অপরাহ্ণ

লাইক পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।পাশাপাশি আমার কনটেন্ট দেখে আপনার সুচিন্তিত মতামত ও রেটিং কামনা করছি।


কোহিনুর খানম
২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৫৭ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মুহাম্মদ রুকন উদ্দিন
২০ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ

অসাধারণ লিখেছেন।


কোহিনুর খানম
২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৫৭ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোঃ আরিফুল ইসলাম
০৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

প্রিয় স্যার, আসসালামু আলাইকুম, বাতায়নে আমি সক্রিয়ভাবে অনেক দিন যাবত কাজ করে আসছি। বাতায়নে আমি ১০২ টি কনটেন্ট, ১০৬ টি ভিডিও কনটেন্ট, ৩১২ টি ছবি, ১৩৪ টি ব্লগ ও ৪৫৭ টি অনলাইন ক্লাস আপলোড করেছি। স্যার সময় পেলে আমার বাতায়ন প্রোফাইল দেখার জন্য বিনীত অনুরোধ রইল। স্যার আপনার সুচিন্তিত মূল্যায়ন আমার পেশাগত জীবনে অনুপ্রেরণা যোগাবে । বাতায়ন প্রোফাইল লিংকঃ https://www.teachers.gov.bd/profile/arif046980 ফেইসবুক পেইজ লিনকঃ https://www.facebook.com/arifsir857580/ বাতায়ন ফেইজবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/360976128258955/?ref=share User Id: mailto:arif046980@gmail.com কনটেন্ট লিংকঃ. https://www.teachers.gov.bd/content/details/1173735 মোঃ আরিফুল ইসলাম। প্রভাষক (ইংরেজী) প্রতিষ্ঠানের ধরন: আলিম শাখা বিভাগ: সিলেট জেলা: হবিগঞ্জ উপজেলা: হবিগঞ্জ সদর স্কুলের নাম: শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসা। ICT4E জেলা অ্যাম্বাসেডর, হবিগঞ্জ। মোঃ ০১৭১১৮৫৭৫৮০


কোহিনুর খানম
১৩ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৩৪ অপরাহ্ণ

ধন্যবাদ।?


সনজিত কুমার মন্ডল
০৭ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৪৬ অপরাহ্ণ

লাইক পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।


কোহিনুর খানম
১৩ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৩৩ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোঃ ফখরুজ্জামান
১৬ আগস্ট, ২০২২ ০৯:১০ পূর্বাহ্ণ

লাইক পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইল।পাশাপাশি আমার কনটেন্ট দেখে আপনার সুচিন্তিত মতামত ও রেটিং কামনা করছি।


কোহিনুর খানম
২৫ আগস্ট, ২০২২ ০৬:৩৮ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
১১ আগস্ট, ২০২২ ০৬:১৫ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনা সমৃদ্ধ কন্টেন্ট আপলোড করেছেন। লাইক ও ডেটিংসহ শুভেচ্ছা ও শুভ কামনা রইল। আমার কন্টেন্টটিতে আপনার মূল্যবান মতামত প্রদান করে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। https://www.teachers.gov.bd/content/details/1295145


কোহিনুর খানম
১১ আগস্ট, ২০২২ ০৮:৫৬ অপরাহ্ণ

ধন্যবাদ।?


ফিরোজ আহমেদ
১১ আগস্ট, ২০২২ ০৬:০১ অপরাহ্ণ

Nice addition. Good luck with full rating for you. There was an invitation to my window house. Please come and give constructive advice with your like, comment and full rating. Above all thanks for being with Batayan.


কোহিনুর খানম
১১ আগস্ট, ২০২২ ০৮:৫৬ অপরাহ্ণ

ধন্যবাদ।?


আকলিমা আক্তার
০৭ আগস্ট, ২০২২ ০৮:৪৪ অপরাহ্ণ

চমৎকার উপস্থাপনা লাইক,পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভ কামনা রইল।


কোহিনুর খানম
১০ আগস্ট, ২০২২ ০৬:৪১ অপরাহ্ণ

ধন্যবাদ।?


কাজী মুহাম্মদ আল- ইমরান
০৭ আগস্ট, ২০২২ ০৭:৩০ পূর্বাহ্ণ

শুভকামনা রইল


কোহিনুর খানম
১০ আগস্ট, ২০২২ ০৬:৪১ অপরাহ্ণ

ধন্যবাদ।?


তাপস চন্দ্র সূত্রধর
০৬ আগস্ট, ২০২২ ১২:২৪ পূর্বাহ্ণ

??চমৎকার উপস্থাপনা লাইক ও পূর্ণরেটিং সহ আপনার জন্য শুভ কামনা।আমার বাতায়ন বাড়িতে ঘুরে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।


কোহিনুর খানম
১০ আগস্ট, ২০২২ ০৬:৪১ অপরাহ্ণ

ধন্যবাদ।?


লুৎফর রহমান
০৩ আগস্ট, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

??Thanks for nice content and best wishes including full ratings. Please give your like, comments and ratings to watch my all contents. ♥️♥️


কোহিনুর খানম
০৪ আগস্ট, ২০২২ ০৬:২৩ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোঃ মানিক মিয়া
০২ আগস্ট, ২০২২ ০৪:৫০ অপরাহ্ণ

??পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা রইল। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।ধন্যবাদ।??


কোহিনুর খানম
০৪ আগস্ট, ২০২২ ০৬:২৩ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোঃ মানিক মিয়া
০২ আগস্ট, ২০২২ ০৪:৫০ অপরাহ্ণ

??পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা রইল। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।ধন্যবাদ।??


কোহিনুর খানম
০৪ আগস্ট, ২০২২ ০৬:২৩ অপরাহ্ণ

ধন্যবাদ।?


মোছাঃ হোসনে আরা
০১ আগস্ট, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ

লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।


কোহিনুর খানম
০৪ আগস্ট, ২০২২ ০৬:২৩ অপরাহ্ণ

ধন্যবাদ।?


রুমানা আফরোজ
০১ আগস্ট, ২০২২ ০৮:১৫ অপরাহ্ণ

ধন্যবাদসহ অশেষ কৃতজ্ঞতা । আপনার লাইক, কমেন্ট, রেটিং, সুচিন্তিত মতামত আমার কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য। সাথেই থাকবেন। শিক্ষক বাতায়নে আমার আপলোড কৃত ৭৯ তম কন্টেন্ট দেখে পরামর্শ দেয়ার অনুরোধ করছি।ID http://www.teachers.gov.bd/profile/afrozemhk


কোহিনুর খানম
০৪ আগস্ট, ২০২২ ০৬:২৩ অপরাহ্ণ

ধন্যবাদ।?


কোহিনুর খানম
০১ আগস্ট, ২০২২ ০৫:৪০ অপরাহ্ণ

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।?