Loading..

ভিডিও ক্লাস

১২ আগস্ট, ২০২২ ০৮:২০ পূর্বাহ্ণ

১৯০৫ সালের বঙ্গভঙ্গ কিঃ-

১৯০৫ সালের বঙ্গভঙ্গ কিঃ-

উত্তরঃ বিংশ শতাব্দীর শুরুতেই বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি অনন্য সাধারণ ঘটনাবঙ্গভঙ্গের প্রস্তাব প্রথম উপস্থপিত হয় ১৮৫৩ সালেপরে ১৯০৩ সালের ডিসেম্বর মাসের ঘোষণা অনুযায়ী ১৯০৫ সালের অক্টোবর মাসে তা কার্যকরী হয়কলিকাতার ধনীসামান্ত হিন্দুদের নাগপাশ হতে পূর্ব বঙ্গের জনসাধারণের মুক্তির জন্য পূর্ব বঙ্গকে আলাদা প্রদেশের মর্যাদা দানের জন্য বৃটিশ সরকারের নিকট নবাব স্যার সলিমুল্লাহ দাবী উপস্থাপন করেন

তাছাড়া দু,লক্ষ বর্গমাইল এলাকাসাত কোটি সারে আঠার লক্ষ  জনসংখ্যা অধ্যষিত বিশাল বাংলাকে একটি কেন্দ্র শাসন করা বড়ই অসুবিধাজনক ছিল। এ অবস্থার প্রেক্ষিতে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে দু,টি প্রদেশে বিভক্ত করেন। [ক] ঢাকা,রাজশাহীচট্রগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে পূর্ববঙ্গআসাম নামে নতুন করেন,এই প্রদেশের রাজধানী করা হয় ঢাকাস্যার ব্যামফিল্ড ফুলারকে নতুন প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়। [খ] পশ্চিমবঙ্গ,বিহারউড়িষ্যা নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ গঠিত হয়।পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী করা হয় কলকাতাপশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয় স্যার  এন্ডু ফ্রেজারকেনবাব স্যার সলিমুল্লাহর দাবীলর্ড কার্জন এবং নতুন প্রশাসাকদের সহযোগিতায় ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সম্পন্ন করেন