Loading..

নেতৃত্বের গল্প

২৩ আগস্ট, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ

স্বদেশ প্রেম ও নীতিনৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করণঃ সমাবেশে শপথ বাক্য পাঠ

সমাবেশে শপথ বাক্য পাঠ ( স্বদেশ প্রেম ও নীতিনৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করণ)


শপথ বাক্য পাঠের গুরুত্বারোপঃ  শিক্ষার্থীদের সমাবেশে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন ও শপথ বাক্য পাঠ শেষে শিক্ষার্থীদের উদ্দ্যেশে শপথ বাক্যের প্রতিটি বাক্যের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। 


এতে শিক্ষার্থীরা শপথের প্রতিটি বাক্যকে গুরুত্ব উপলব্ধি করে তাদের মন-মগজে ধারণ করবে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠাণ হতে অর্জিত জ্ঞান ভবিষতে  তাদের কর্ম ক্ষেত্রে প্রয়োগ করবে।


কর্মক্ষেত্রে বিভিন্ন পেশায় যাঁরা আছেন, তাঁরা সবাই শিক্ষা জীবনে শপথ পাঠ ও পেশাগত দ্বায়িত্ব গ্রহণ করার সময় ও শপথ পাঠ করেই অর্পিত দ্বায়িত্ব গ্রহণ করেন। তবুও অনেক ক্ষেত্রেই দেখা যায়, শপথ বা ওয়াদার কথা ভুলে গিয়ে দ্বায়িত্বে অবহেলা বা পেশাগত কাজে অনিয়ম ও দূর্নীতি তে জড়িয়ে পড়েছেন। অথচ তাঁরা সবাই শিক্ষা জীবনে মেধাবী ছিলেন ও নিয়মিত শপথ পাঠ করেই কর্মক্ষেত্রে এসেছেন। এ ক্ষেত্রে তাঁদের ঐ শপথ নীতিনৈতিকতা  ও মূল্যবোধ কে জাগ্রত করতে পারেনি। শপথ পাঠ করার নির্দেশ ছিল তাই পাঠ করেছিলেন,  হৃদয়ে ধারণ করেন নি।


ফলাফলঃ প্রতি সমাবেশে যদি শপথ, পতাকা, জাতীয় সঙ্গীত ও শরীর চর্চার গুরুত্ব, তাৎপর্য ও অন্তত ২/১ টি করে নীতিনৈতিকতা 'র উপর কথা বলা হয়, তবে শিক্ষার্থীদের স্বদেশ প্রেম, মূল্যবোধ জাগ্রত হবে।  এবং অর্জিত জ্ঞান ও শপথ বা ওয়াদা বুকে ধারণ করে কর্মজীবনে তা যথাযথ ভাবে প্রয়োগ করবে।।


মোঃ রওশন জামিল


সহকারী প্রধান শিক্ষক


রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়


নবাবগঞ্জ, দিনাজপুর।


সেরা নেতৃত্ব ও জেলা অ্যাম্বাসেড


(শিক্ষক বাতায়ন)

আরো দেখুন