Loading..

নেতৃত্বের গল্প

২৫ আগস্ট, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ

সকল শিক্ষার্থীর জন্য " চতুর্থ শিল্পবিপ্লব " শিরোনামটির ধারণা অত্যাবশ্যক!

সকল শিক্ষার্থীর জন্য " চতুর্থ শিল্পবিপ্লব " শিরোনামটির ধারণা অত্যাবশ্যক!

বেশ কয়েক বছর থেকে চতুর্থ শিল্পবিপ্লব শব্দটি বহুল প্রচারিত হলেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের  মধ্যে কতটুকু ধারণা আছে তা যাচাই করতে লক্ষ্যে  আমি আমার প্রিয় প্রতিষ্ঠান কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক শিক্ষার্থীর সাথে একটি সভায় "চতুর্থ শিল্পবিপ্লব" কথাটির উত্থাপন করি। দূর্ভাগ্যজনক হলেও সত্য হল, এ বিষয়ে আমার কোন শিক্ষক ও শিক্ষার্থী কোন ধারণা নেই বলে অকপটে স্বীকার করেন। বিষয়টি সম্পর্কে না জানা কোন অপরাধ নয়, কিন্তু প্রতিষ্ঠান প্রধান হয়ে সে বিষয়ে জানার পরিবেশ না করাই বড় অপরাধ বলে আমি মনে করি। তাই আমি শিক্ষার্থীদের সাথে বিষয়টি সম্পর্কে কিছু ধারণা দিয়ে দশম শ্রেণীর ২টি শাখার শিক্ষার্থীদের নিয়ে দল বেধে " চতুর্থ শিল্পবিপ্লব" সম্পর্কে জানা ও অন্বেষনের পরিবেশ সৃষ্টি করি । 

শিক্ষার্থীরা অনেক গবেষনার পর আমাকে জানালো যে চতুর্থ শিল্পবিপ্লব শব্দটি সাথে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট( AI ) রোবোটিক্স, প্রোগ্রামিং, থ্রিডি প্রিন্টিং, ব্লকচেইন, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, ইন্টারনেট অব থিংস (IOT) ইত্যাদি নিবিড় ভাবে জড়িত। তাই আমাদের শ্রেণীতে পাঠ্যসূচির পাশাপাশি এ বিষয়গুলির সাথে পরিচয় হওয়া অতীব জরুরী। তাই এর গুরুত্ব বিবেচনা করে ২টি দলের মধ্যে "পাঠ উপস্থাপন প্রতিযোগিতা - ২০২২" ( Lesson Presentation Competition- 2022)  এর আয়োজন করা হয় ২৩ আগষ্ট ২০২২ খ্রিঃ, মঙ্গলবার।  এ আয়োজনে সকল শিক্ষক ও শিক্ষার্থী দর্শক হিসেবে উপস্থিত থেকে সার্থক একটি প্রতিযোগিতা উপহার দেন।

৪ জন বিচারক বর্ণিত বিষয়ে বিচার করে নম্বর দেন।

১ । স্মার্টবোর্ড ব্যবহার-                           পূর্ণমানঃ ২০ 

। আলোচ্য পাঠ শিরোনাম উপস্থাপন              পূর্ণমানঃ ০২

৩। দলীয়ভাবে আলোচ্য বিষয়  উপস্থাপন ও সকল সদস্যের সমান অংশগ্রহণ - পূর্ণমান-১০

৪। আলোচ্য বিষয়ের ঐতিহাসিক পটভূমি আলোচনা-                                            পূর্ণমান- ১০

৫। আলোচ্য বিষয়ের গুরুত্ব বিশ্লেষণ -             পূর্ণমান- ১০

৬। আলোচ্য বিষয়ের বর্তমান প্রেক্ষাপটের সাথে  দেশের সম্পর্ক ও অবস্থান - ০৫

৭। আলোচ্য বিষয়ের গুরুত্ব বিবেচনায় নিজের অবস্থান নির্ণয় ও বিশ্লেষণ - ০৫

৮। আলোচ্য বিষয়ের গুরত্ব বিবেচনায় প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা  - ১০ 

৯। সমাপনী বক্তব্য- পূর্ণমান-০৩

১০। প্রশ্নোত্তর (শিক্ষার্থী ও শিক্ষকের প্রশ্নোত্তর পর্বে কমপক্ষে ২০ জন শিক্ষার্থীকে অংশগ্রহণ বাধ্যতামূলক) পূর্ণমান- ৩০


আরো দেখুন