Loading..

ভিডিও ক্লাস

২২ সেপ্টেম্বর, ২০২২ ০৭:১৭ পূর্বাহ্ণ

অমেরুদন্ডী প্রাণির শ্রেণিবিন্যাস। Science | Class 8 | Chapter 1 | Part 2-5 ।

শিখনফলঃ

১। অমেরুদন্ডী প্রাণির শ্রেণিবিন্যাস করতে পারবে।

২। মেরুদন্ডী প্রাণির শ্রেণিবিন্যাস করতে পারবে।

৩। জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।

যেসব প্রাণীর শিরদাঁড় বা মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমন- তেলাপোকা, কেঁচো, চিংড়ি, ঝিনুক, কাঁকড়া, মাছি ইত্যাদি। অমেরুদণ্ডী প্রাণীর নয়টি প্রধান উপপর্ব রয়েছে। যথা- ১) পরিফেরা, ২) নিডেরিয়া, ৩) প্লাটিহেলমিন্থেস, ৪) নেমাটোডা, ৫) মোলাস্কা, ৬) অ্যানিলিডা, ৭) অর্থোপোডা, ৮) একোটাপ্রোকটা, ৯) একাইনোডার্মাটা।