Loading..

ভিডিও ক্লাস

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৫৮ অপরাহ্ণ

হিট সিঙ্ক

হিট সিঙ্ক (Heat Sink)

অত্যাধিক তাপমাত্রাকে শোষণ করার জন্য কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের সাথে যুক্ত একটি ডিভাইস বা বস্তু হলো হিট সিঙ্ক। এটি তাপ শুষে নিয়ে মাইক্রোপ্রসেসরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। হিট সিঙ্কের সাথে একটি কুলিং ফ্যানও লাগানো থাকে।

হিট সিঙ্ক হল কম্পিউটারের বিভিন্ন ডিভাইস ও কমপোনেন্টে উৎপন্ন তাপ অপসারণের জন্য ব্যবহৃত ধাতব জিনিস।

অনবরত কাজ করার কারণে কিছু কমপোনেন্ট যেমন প্রসেসর, জিপিইউ, সাউন্ড কার্ড ইত্যাদি খুব গরম হয়ে যায়। এই তাপ না সরিয়ে ফেললে সেই কমপোনেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই জিনিষগুলোর সাথে জিঙ্ক বা কপারের অ্যালয় দিয়ে তৈরী বিভিন্ন আকৃতির ধাতব পাত লাগানো থাকে। ফলে তাপ সেই ধাতব অংশের সাহায্যে বের হয়ে যায়। এটাই হিট সিঙ্ক। উৎপন্ন তাপ দ্রুত বের করতে হিট সিঙ্কের সাথে মাঝে মাঝে ফ্যান লাগানো হয় এবং ধাতব অংশের গঠন জালিকাকার করা হয় যেন জালির মাঝে বাতাস প্রবেশ করে দ্রুত ঠান্ডা হয়।