Loading..

উদ্ভাবনের গল্প

০৫ অক্টোবর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ণ

উদ্ভাবনের গল্প আনন্দে আনন্দে বিজ্ঞান শিখি। The Story of Invention Learn Science with Joy.
  • উদ্ভাবনের গল্প আনন্দে আনন্দে বিজ্ঞান শিখি। The Story of Invention Learn Science with Joy.
  •  
  • আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগতম। আমার উদ্ভাবনী গল্পের নাম- "আনন্দে আনন্দে বিজ্ঞান শিখি"। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার  রামভদ্রপুর ইউনিয়নে আমাদের মাদ্রাসাটি অবস্থিত। করোনা অতিমারিতে শিখন শেখানো কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের সবচেয়ে বড় ধরনের ক্ষতি হয়েছে যা সহজে পূরণ করা সম্ভব নয়। বিদ্যালয় খোলার পর থেকে দেখছি শিক্ষার্থীরা পড়া লেখায় দারুণ উদাসীন। বিজ্ঞান ভাবনা তো দূরের কথা। কোনভাবে তাদের মনযোগ ফিরানো যাচ্ছে না। তাই আমার এই চেষ্টা। এখন শিক্ষার্থীদের মধ্যে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। উপজেলা প্রশাসন, ভেদরগঞ্জ, শড়িয়তপুর এর উদ্যগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করে। আমি ও আমার শিক্ষার্থী সহ তাতে অংশগ্রহণ করি। বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে শিক্ষার্থীরা। অবশেষে আমরা ২য় স্থান অর্জন করি। আমিও তাদের কথা দিয়েছি প্রতি বছর বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করাবো। জানিনা কতটুকু সফল হতে পারবো। তবে চেষ্টা থাকবে অবিরত। আমার উদ্ভাবনী গল্পের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
  •  
  • শুভেচ্ছান্তে
  • আমি, ফিরোজ আহম্মেদ
  • সহকারী শিক্ষক (গণিত)
  • রামভদ্রপুর কে আলিম মাদ্রাসা
  • ভেদরগঞ্জ, শরীয়তপুর।