Loading..

উদ্ভাবনের গল্প

২২ অক্টোবর, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প-১০ পরিচ্ছন্ন ক্লাশ------রাখব ১২ মাস

উদ্ভাবনের গল্প-১০ পরিচ্ছন্ন ক্লাশ------রাখব ১২ মাস

আসসালামুয়ালাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমি আমার উদ্ভাবনের গল্প- ১০ নিয়ে হাজির হয়েছি।

আজকের উদ্ভাবনের গল্পের নাম পরিচ্ছন্ন ক্লাশ------রাখব ১২ মাস।

আমরা সবাই জানি যে বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রিক শিখন শেখানো পরিবেশকে আরো বেশি আনন্দদায়ক করে তোলে। বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাই সকল শিক্ষককে সমন্বিত ভাবে ইতিবাচক ভুমিকা পালন করতে হবে। প্রধান শিক্ষককে এ ব্যাপারে সকল সহকারী শিক্ষককে সহায়তা প্রদান করতে হবে। আমি আমার প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে আমার বিদ্যালয়ের সকল শ্রেণী সহ বিদ্যালয়ের প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সার্বিক সহযোগীতা পেয়ে থাকি।

আশা করি আপনারাও আপনাদের প্রধান শিক্ষকগণের কাছ থেকে সহযোগিতা পাবেন।

তাহলে চলেন যেনে নেয়া যাক বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমি কি করি…

১) প্রথমে আমি প্রত্যেক শ্রেণির ছাত্র ছাত্রীদের নামের তালিকা দেখে তাদেরকে প্রতিদিনের জন্য প্রত্যেক শ্রেণির ছাত্র-ছাত্রীদের সংখ্যা দেখে প্রতিদিন শ্রেণিকক্ষ পরিষ্কার করার জন্য সমান ভাগে ভাগ করি।

২) তারপর  প্রত্যেক শ্রেণিকক্ষে আমি তাদের প্রতিদিনের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা দেয়ালে লাগিয়ে দেই।

৩) প্রতিদিন ছাত্র-ছাত্রীরা তালিকাটি দেখে নেবে কার কার দায়িত্ব সেদিনের জন্য আছে। যাদের নাম থাকবে তারা সেদিন তাদের নিজ শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করবে। শ্রেণি শিক্ষক যিনি প্রথম ক্লাসজ নিবেন তিনি সেদিন যাদের দায়িত্ব ছিল তারা ঠিকমত দায়িত্ব পালন করেছে কিনা তা যাচাই করবে।

৪) এভাবে প্রতিদিন যাদের দায়িত্ব থাকবে তারা নিয়মিত তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার করবে ঠিক প্রথম ক্লাশ শুরি হওয়ার আগেই।

৫) আমার এ উদ্ভাবনী আইডিয়াটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকার বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে এবং সামাজিক জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব উপলব্ধি করে বাস্তব জীবনে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যা তার ভবিষ্যত পরিষ্কার পরিচ্ছন্ন জীবন গড়তে সহায়তা করবে।

চলুন ভিডিওতে দেখি।

 মোঃ লুৎফর রহমান (এম. এ., এম. এড)

সহকারী শিক্ষক,

কুন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঘোড়াঘাট, দিনাজপুর।

ICT4E জেলা অ্যাম্বাসেডর এটুআই, দিনাজপুর

সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়ন, এপ্রিল, ২০২২

MIE Expert (Fourth time) - 2019-20, 2020-21, 2021-2022, 2022-23

 ইংরেজী মাস্টার ট্রেনার (TMTE Project of British Council Under DPE)

বিষয়ভিত্তিক প্রশিক্ষক ইংরেজী, চারু ও কারুকলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,

শ্রেষ্ঠ শিক্ষক ২০২২ (উপজেলা পর্যায়) 

মেন্টর, ICT Olympiad বাংলাদেশ

Ambassador, Wakelet. 

ওয়েব ডিজাইনার,

গ্রাফিক্স ডিজাইনার,

ব্লগা্‌র,

ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর 

চ্যানেল লিঙ্ক

E-mail: [email protected]

প্রাথমিক শিক্ষার সকল আপডেট পেতে আমার সাইটে প্রতিদিন ভিজিট করুন ও বুকমার্ক করে রাখুন। লিঙ্কঃ

www.lutfor11.com