Loading..

ভিডিও ক্লাস

০১ নভেম্বর, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ণ

“ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” - শিক্ষক দিবস ২০২২

একজনের ব্যক্তিত্ব বা ভবিষ্যৎকে সঠিক এবং সুন্দর রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুর বা শিক্ষকের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। শুধুমাত্র একজন শিক্ষকই একজন ব্যক্তিকে জীবনের সঠিক পথ বেছে নেওয়ার বুদ্ধি, আদেশ বা উপদেশ দিতে পারেন। সাফল্যের সিঁড়ি বেয়ে উঠার এটাই একমাত্র পথ। এই কারণেই আমাদের দেশে শিক্ষকদের সম্মান করা হয় এবং তাদের পিতামাতার চেয়ে উচ্চ মর্যাদা দেওয়া হয়। শিক্ষকের গুরুত্ব বোঝাতে, বাংলাদেশে এ বছর মহা সমারোহে শিক্ষক দিবস পালিত হয়।


“শিক্ষক মোদের প্রাণের গুরু, আর্দশের-ই প্রতীক
তার দেখানো পথে হাঁটে ছাত্র-ছাত্রী পথিক।
শিক্ষক জ্বালান
মনে প্রদীপ প্রতিভা বিকাশে,
শিক্ষক ছড়ান জ্ঞানের আলো অশিক্ষার আকাশে।
শিক্ষক হলেন আলোর পথের সত্য নির্ভীক যাত্রী
তার অনুসরণে পথ চলে সকল ছাত্র-ছাত্রী
  (সংগৃহিত)


যাঁদের শিক্ষায় আজ আমি শিক্ষক, সেই মহান শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো। সেই সাথে প্রথমবারের মত রাষ্ট্রীয়ভাবে পালিত শিক্ষক দিবস-২০২২ উদযাপনের মধ্য দিয়ে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা ও শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্য দূরীভূত করা হোক।