Loading..

প্রকাশনা

০১ নভেম্বর, ২০২২ ০২:৩৩ অপরাহ্ণ

আগুন অতঃপর একটি বিস্ফোরণ

আগুন অতঃপর একটি বিস্ফোরণ

শামিমা নাসরিন সনিয়া

 

 

একটি জায়গা যেখানে প্রতিদিন

শ্রমিকের কাজের তৎপরতা চলত ।

আজও সেখানে মানুষ আছে

কিন্তু জীবিত নয় 

আছে মানুষের দেহের টুকরো টুকরো অংশ

কারো একখানা হাত

কারো একখানা পা 

আবার কারো পুড়ে ছাই হওয়া আধখানা শরীর

কি বীভৎস দৃশ্য

এই হাতখানা ছিল কোন সংসারের 

একমাত্র উপার্জনের হাত 

আবার ঐ দেহখানা ছিল কোন ছোট্ট শিশুর আদরমাখা খেলার জায়গা

এখানে সেখানে ছিটকে পড়ে আছে

আগুন কর্মীর ইউনিফর্ম,ব্যাচ

রেহাই পায়নি কিশোর ছেলেটিও

যে তার মোবাইলে ভিডিও ধারণ করেছিল

হঠাৎ একটা বিকট শব্দে

বিস্ফোরিত হয়ে সব শেষ করে দিল 

এক মামা তার ভাইগ্নাকে খুঁজছেন পাগলের মত

এক মা তার সন্তানকে খুঁজছে মরিয়া হয়ে

একজন গর্ভধারিণী খুঁজছেন

তার ভালোবাসার স্বামীকে 

কি করুন অবস্থা 

চট্রলা বাসি কিন্তু বসে নেই

তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে যতটুকু সম্ভব এগিয়ে আসছে সবার পাশে

কেউ রক্ত দিয়ে

কেউ ওষুধ দিয়ে 

কেউ পানি এবং শুকনো খাবার দিয়ে

ভালবাসার পরিচয় দিচ্ছে

সিএনজি- রিকশাওয়ালাও

বিনা পয়সায় সবাইকে নিয়ে যাচ্ছে

ভার্সিটির শিক্ষার্থীরা যে যেভাবে পারছে

রক্ত দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে,

হতাহতের চিকিৎসায় পাশে দাঁড়িয়ে

মানবতার অনন্য নজির সৃষ্টি করেছে চট্টলাবাসী মানুষ মানুষের জন্য -আর এজন্যই

আমরা এখনো দুনিয়াতে টিকে আছি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি