Loading..

ভিডিও ক্লাস

০২ নভেম্বর, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ

চতুর্থ শিল্প বিপ্লব

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি অত্যন্ত জরুরি। এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। সেই নির্দেশক্রমে, ইতিমধ্যে ৩৯ টি হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু, প্রায় ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, আরও ৩৫ হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার জেলা পর্যায়ে স্থাপন করা হচ্ছে। এছাড়াও, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেয়া হয়েছেবিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে ও ৩০০ টি নির্বাচনী আসনভিত্তিক 'স্কুল অব ফিউচার' তৈরি করা হচ্ছে। সেন্টার অব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে। বর্তমানে আইসিটিকে বিবেচনা করছি অক্সিজেন হিসেবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, উদ্ভাবন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, কর্মসংস্থান এবং অর্থনীতির উন্নয়নের জন্য আইসিটিকে প্রতিটি জায়গায় ব্যবহার করতে হবে