Loading..

প্রেজেন্টেশন

০৩ নভেম্বর, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ণ

সুন্দরবনের গোলপাতা

গোলপাতা (ইংরেজি: Nypa fruticans, প্রতিবর্ণী. নাইপা ফ্রুটিক্যান্স) সুন্দরবনের স্বল্প ও মধ্যম লবণাক্ত অঞ্চলে জন্মে। এর পাতা প্রায় ৩-৯ মিটার লম্বা হয়। এছাড়াও ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপকূলীয় এবং মোহনা এলাকার একপ্রকার পাম জাতীয় উদ্ভিদ, যাদেরকে 'নিপা পাম' নামেও ডাকা হয়।