Loading..

খবর-দার

০৩ নভেম্বর, ২০২২ ১১:৫৬ অপরাহ্ণ

আমি ‘মাইগভ’ মুক্তপাঠ থেকে কোর্সটি সম্পূর্ণ করেছি।


আমি ‘মাইগভ’ মুক্তপাঠ থেকে কোর্সটি সম্পূর্ণ করেছি।

সকল সরকারি সেবাকে একটি প্লাটফর্ম হতে প্রদানের জন্য ‘মাইগভ’ এর যাত্রা শুরু হয়। রুপকল্প ২০৪১:স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারি সেবাসমূহকে ই-সেবায় রুপান্তর করতে এটুআই প্রোগ্রামের উদ্যোগে ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্ববধানে নির্মিত ‘মাইগভ’ একটি সমন্বিত সেবা প্লাটফর্ম। মাইগভে নাগরিকগণ একটি মাত্র ওয়েব ঠিকানায় একবার নিবন্ধন করেই অনলাইনে সকল সরকারি সেবার অনলাইনে আবেদন ও সেবাগ্রহণ করতে পারছেন। এর ফলে নাগরিক যেমনভাবে কম সময়, ব্যয় ও ভ্রমণে সর্বোচ্চ মানের সেবা পাচ্ছেন, তেমনি নাগরিকগণ প্রাপ্ত সেবার কোয়ালিটি সম্পর্কে মতামত প্রদান করতে পারছেন।একজন নাগরিকেরজন্য মাইগভ প্লাটফর্ম ব্যবহার করে সরকারি সেবা গ্রহণ পদ্ধতি সম্পর্কে ধারণা থাকাখুব প্রয়োজন। তাই মুক্তপাঠের মাইগভ সম্পর্কিত ভিডিও কন্টেন্টসমূহ এ প্রয়োজন মেটাতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।