Loading..

খবর-দার

০৫ নভেম্বর, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণতা পেল।।

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণতা পেল।।

------------------------------------------------

ছয় লক্ষাধিক শিক্ষকের প্লাটফর্ম "শিক্ষক বাতায়ন" যার সদস্য সংখ্যা পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার থেকে ও বেশি। শিক্ষক বাতায়ন প্রতিনিয়ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আই.সি.টি নির্ভর শিক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাছে। এই প্লাটফর্মের একজন সদস্য হিসেবে গর্বিত। কাজের স্বীকৃতি স্বরূপ নভেম্বর ২০২২ এর প্রথম পাক্ষিকের সেরা কন্টেন্ট নির্মাতার স্বীকৃতি আমাকে আরো অনুপ্রাণিত করবে নিশ্চয়। আমার এ সফলতা অর্জনে যাঁরা সহায়তা করেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।বিশেষত সিলেট টি.টি কলেজের স্বনামধন্য সহযোগী অধ্যাপক Md Didar Chowdhury স্যার, আমাদের উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব Masum Sheikh Sohag স্যার, ইউ আর সি ইন্সট্রাক্টর, আই.সি.টি প্রেমী জনাব Md Mostofa Ahsan Habib স্যার, আই সি টি আইকন মল্লিকপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব Kamal Uddin স্যার, জনতা উচ্চ বিদ্যালয় (কামরাঙ্গী) এর প্রধান শিক্ষক জনাব Muhammed Kabirul Islam মামা, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আই.সি.টি শিক্ষক জনাব Misbah Uddin স্যার, মল্লিকপুর সপ্রাবি'র সহকারী শিক্ষক Mohammad Nizam Uddin ভাই, Ajoy Krishna Paul স্যার, Abu Shaid Mahmud স্যার, Muhammad Anowar Hossain স্যার, আবু ছালেহ নোমান স্যার, Dulal Halder Dulal দাদা, Shahbaj Uddin স্যার, KM Moheuddin স্যার, Md. Al Amin স্যার, Shahin Alam স্যার, Sajad Miah স্যার, Ruhul Islam স্যার, Md. Abu Taher স্যার, Ranada Ganguly দাদা, Maksum Ahmed স্যার, Luky Biswas ম্যাম, Hanif Ali স্যার, Lovely Deb দিদি সহ আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, আমার বন্ধুবান্ধব ও শিক্ষক নেতৃবৃন্দের প্রতি।

এই খুশির মুহূর্তে কৃতজ্ঞতা নিবেদন করছি আমার পরিবার পরিজন ও সকল শিক্ষা গুরুর প্রতি।। 

সবিশেষ কৃতজ্ঞতা আমার প্রিয় শিক্ষক Bashobi Chowdhury Lily দিদির প্রতি যাঁর যতনে আজকের এই আমি।

নিরন্তর শুভকামনা সকল বাতায়ন সদস্যের প্রতি।