Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ নভেম্বর, ২০২২ ০৬:৩৫ অপরাহ্ণ

আগাম শীতের সবজিতে ভরে উঠেছে মহাস্থান হাট

আগাম চাষ করা শীতকালীন সবজিতে ভরে উঠেছে বগুড়ার মহাস্থান হাট। ভরা মৌসুম আসতে এখনও ঢের বাকি। তাই সবজির দামও কিছুটা চড়া। প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক সবজি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বিভিন্ন জায়গার পাইকাররা হাট থেকে নিয়ে যাচ্ছেন। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হাটে এখন প্রতিদিন কেনাবেচা হচ্ছে প্রায় ৪ কোটি টাকার সবজি।

৩০০ বছরের পুরনো এই হাটে বগুড়া জেলার কৃষকরা ছাড়াও গাইবান্ধা, জয়পুরহাটের কৃষকরা সরাসরি এসে তাদের উৎপাদিত পণ্য পাইকারদের কাছে বিক্রি করে চলে যান। এ ছাড়া স্থানীয় পাইকাররা অর্ডার নিয়ে রংপুর, ঠাকুরগাঁরসহ কয়েকটি জায়গা থেকে কৃষিপণ্য হাটে এনে বিক্রি করেন ঢাকা, সিলেট, চট্টগ্রামের পাইকারদের কাছেহাটে প্রতিদিন বেগুন, পটল, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, লাউ, চিচিঙ্গা, মূলা, শসা, ঢেঁড়সসহ সব ধরনের সবজি বেচাকেনা হয়। শীতকালে প্রতিদিন গড়ে প্রায় ৪ কোটি টাকার সবজি বিক্রি হলেও অন্য সময় দিনে বিক্রি হয় ২ কোটি টাকা। পাইকাররা সব ট্রাকে করে নিয়ে যায় তাদের নিজস্ব মোকামে।


আরো দেখুন