Loading..

প্রেজেন্টেশন

১০ নভেম্বর, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ

স্পেডশীট

স্প্রেডশিট (ইংরেজি: Spreadsheet) স্প্রেডশিট এর আভিধানিক অর্থ হল ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এ কাগজের ছক করে (রো ও কলাম) একটি ব্যবসায় প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়।স্প্রেডশিট প্রোগ্রাম বলতে স্পেডশীট শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি ছড়ানো পাতার মতো সেলভিত্তিক বিশাল কার্য এলাকাবিশিষ্ট হিসাবনিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যারকে স্প্রেডশীট প্রোগ্রাম বলে।