Loading..

খবর-দার

১০ নভেম্বর, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ

চৌদ্দগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন দফতরের প্রত্যক্ষ অংশগ্রহণে এই মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুস ছোবহান ভূঁইয়া হাসান, উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জি, এম মীর হোসেন মীরু, মেয়র , চৌদ্দগ্রাম পৌরসভা, জনাব রাশেদা আখতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব তমালিকা পাল, সহকারী কমিশনার (ভূমি) জনাব সাকিনা বেগম, উপজেলা .শিক্ষা অফিসার এছাড়াও প্রাণী সম্পদ অফিসার, কৃষি অফিসার, মৎস্য অফিসার , যুগ উন্নয়ন অফিসার প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান ভূঁইয়া বলেন, ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ধারণা দেন তখন থেকে এই পর্যন্ত বাংলাদের আই সি টি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন  হয়েছে। দেশ অগ্রগতির পথে আছে আরো অগ্রগতি হবে। এছাড়াও অন্যান্য দফতরের প্রধানগণ বক্তব্য রাখেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, ছাত্র ছাত্রী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।