Loading..

প্রকাশনা

১২ নভেম্বর, ২০২২ ০৯:৫৮ অপরাহ্ণ

‘তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি’

বাংলা   ‘পতাকা’  একটি  সংস্কৃতজাত   শব্দ। ‘পত্’   ধাতু   থেকে   এর   উৎপত্তি।  যথা:     /পত্ + আক + আ = পতাকা। এটি স্ত্রী-বাচক শব্দ। পত্ অর্থ ধাবিত হওয়া, উড্ডীন হওয়া ইত্যাদি। ধ্বন্যাত্মক সম্পর্কও রয়েছে; কারণ পতাকা বাতাসে উড়লে ‘পত্ পত্’ শব্দ হয়। খ্রিষ্টপূর্ব ৫৫০ থেকে ৩৩০ অব্দে পারস্যে একধরনের পতাকার প্রচলন ছিল। ১৩ শতকে ডেনমার্কে রাষ্ট্রীয় পতাকার প্রচলন ঘটে (Koerner, 2003)।

পতাকা নিয়ে কথার সূত্রপাত করছি এজন্য যে, কিছুদিনের মধ্যেই আমাদের গ্রাম-শহরের অলিগলি ঢেকে যাবে বিদেশি পতাকায়। বিশ্বের অনেক দেশের পতাকার রঙে রঙিন হবে ভবনগুলো। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২! যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরের আয়োজক মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র কাতার। বাংলাদেশের মানুষের মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি