![img](https://teachers.gov.bd/shared/profile_pictures/60o8cyuOQMMapurNDEmdsBxbXemT09FpwZLXAryV.jpeg)
প্রধান শিক্ষক
![](https://teachers.gov.bd/shared/contents/2022/November/13/photo/image_145501_1668325503.jpg)
১৩ নভেম্বর, ২০২২ ০১:৪৫ অপরাহ্ণ
প্রধান শিক্ষক
ধরনঃ সাধারণ শিক্ষা
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়ঃ চতুর্থ অধ্যায়
সারা দেশের ন্যায় ১০/১১/২০২২ খ্রি: তারিখে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় অন্যন্যা অফিসের সাথে প্রাথমিক শিক্ষা অফিস অংশগ্রহণ করে। শিক্ষা অফিসের স্টল সাজানোর জন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়। স্টলে সারাদিন দর্শকদের প্রাথমিক শিক্ষায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করা হয়। আমাদের স্টলটি খুব সুন্দর ছিল কিন্ত মূল্যায়নের সময় লোড শেডিং হয়েছে । তাই পুরো কন্টেন্টটি প্রদর্শন করা যায়নি। ফলাফলে দেখা গেল আমার ১ম,২য় বা ৩য় হইনি। তারপর ও মেলা কর্তৃপক্ষ আমাদের জন্য শুভেচ্ছা উপহার দিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে আমি শুভেচ্ছা উপহার গ্রহণ করি।দিনটি আমার নিকট খুব উপভোগ্য ছিল। আমাকে পুরস্কার গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ উপজেলা শিক্ষা অফিসকে।