Loading..

প্রেজেন্টেশন

১৪ নভেম্বর, ২০২২ ০৩:১২ অপরাহ্ণ

MS Word Open, Close, Save, Save As

মাইক্রোসফটওয়ার্ড (ইংরেজি: Microsoft Word) মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর। এটি ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি-টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়া হয়।সাধারণত উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে ওয়ার্ড চালু হয় না।

আমরা যদি এটি চালু করতে চাই তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। Start Button > Word-এর উপর রাইট ক্লিক করি। More > Open file location সিলেক্ট করি।

ফাইল বন্ধ/ক্লোজ কি?

তবে এমএস ওয়ার্ডে ওপেন থাকা ফাইল বন্ধ/ক্লোজ করার পদ্ধতি জানার আগে আপনাকে অবশ্যই ফাইল বন্ধ/ক্লোজ সম্পর্কে ধারণা থাকা জরুরী।

ফাইল বন্ধ/ক্লোজ করলে ফাইলটি স্ক্রীণ থেকে মুছে যাবে কিন্তু ফাইলটি কম্পিউটার থেকে মুছে যাবে না।

অর্থাৎ ফাইলটি আপনার কম্পিউটারে যে ড্রাইভে সংরক্ষণ করেছেন সেখানেই থাকবে। শুধুমাত্র সাময়িকভাবে পর্দা/মনিটর ডিসপ্লে হতে মুছে যাবে।

সেজন্য আমরা যখন একাধিক ফাইল একত্রে ওপেন করি তখন একটি বন্ধ করলেও আরেকটি পর্দায় প্রদর্শন করে।