Loading..

প্রেজেন্টেশন

১৬ নভেম্বর, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ণ

কী-বোর্ড ও কীর কাজ

যে প্রধান ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে Instructions দেওয়া হয় বা command করা হয় তাকে কি-বোর্ড বলে। আবার বলা যায়, কোনো কম্পিউটারকে টেক্সট বা কমান্ড লিখে কোনো ইনপুট দেওয়ার জন্য, যে ডিভাইস ব্যাবহার করা হয়, তাকে কিবোর্ড বলে। কম্পিউটারের সবচেয়ে বেশি ব্যাবহারযোগ্য ইনপুট ডিভাইস এটি।

কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এর অন্য নাম হলো কন্ট্রোল বোর্ড। এর মাঝে বর্ণ, সংখ্যা এবং বিশেষ চিহ্নের বিভিন্ন কী-গুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে। যা ব্যবহারকারীকে কম্পিউটার বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসে পাঠ্য ইনপুট করতে সাহায্য করে।

কিবোর্ড এর পূর্ণরূপ হলো –
K – keys
E – Electronic
Y – Ye
B – Board
O – Operating
A – A to Z
R – Response
D – Directly