Loading..

ভিডিও ক্লাস

১৭ নভেম্বর, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ

ডিজিটাল উদ্ভাবনী মেলা, জেলা প্রশাসন, রাজশাহী

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনলাইন কুইজ।

#আজই রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://innovationquiz.a2i.gov.bd/

গ্রুপ “ক” রেজিস্ট্রেশন (৮-১২ বছর) লিংকঃ

https://innovationquiz.a2i.gov.bd/ka_group_registration

গ্রুপ “খ” রেজিস্ট্রেশন (১৩-১৮ বছর) লিংকঃ

https://innovationquiz.a2i.gov.bd/kha_group_registration

গ্রুপ “গ” রেজিস্ট্রেশন (১৯-তদুর্ধ বছর) লিংকঃ

https://innovationquiz.a2i.gov.bd/ga_group_রেজিস্ট্রেশান


#যারা অংশগ্রহণ করতে পারবে:

গ্রুপ ক: ৮-১২ বছর 

গ্রুপ খ: ১৩-১৮ বছর

গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর

#নিবন্ধন:

১ নভেম্বর, ২০২২ থেকে ২০ নভেম্বর, ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (innovationquiz.a2i.gov.bd) নিবন্ধন করা যাবে।

অনলাইন প্রতিযোগিতার তারিখ ও সময়:

৩০ নভেম্বর, ২০২২ রাত ০৮.০০ থেকে রাত ০৯.০০ টার মধ্যে যেকোনো ২০ মিনিট।

#পুরস্কারঃ 

জাতীয়ভাবে কুইজে অংশগ্রহণকারী তিনটি গ্রুপের প্রথম ৩ জন বিজয়ীর জন্য থাকছে ল্যাপটপ/মোবাইল, ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার। 

এছড়াও স্থানীয়ভাবে উপজেলা ও জেলা পর্যায়ের প্রতি গ্রুপের প্রথম ৩জন বিজয়ীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।

#কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।

একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।

ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

নিয়মাবলি:

প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২০ মিনিট।

সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।

সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।

কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।

চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

@@@ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটুআই-এর নেওয়া বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে জানতে বুধবার আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই-এর কার্যালয় পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) কমান্ডেন্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান এবং সিমেন্স এর টেকনিক্যাল ডিরেক্টর আবু হাসান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, পরিদর্শনে আসা সম্মানিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রকাশনা হস্তান্তর করেন। 


এসময় অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং সাবেক তথ্য সচিব এবং এটুআই-এর সিনিয়র স্ট্র‍্যাটেজিক অ্যাডভাইজর (এইচডিএম) কামরুন নাহার উপস্থিত ছিলেন।