Loading..

প্রকাশনা

১৮ নভেম্বর, ২০২২ ০৭:১০ অপরাহ্ণ

স্বরচিত কবিতা শীত

             শীত                                                                                                                                      নাহিদাল আরজিন

 *******************************

 

শীত যখন আসে-

                  চারিদিকে কুয়াশা

 মেঘের মতো ভাসে।

 

শীত যখন আসে-

                  ঝিলিক মারে রবির কিরণ

শিশির ধোয়া ঘাসে।

 

শীত যখন আসে-

                  শ্বেত চন্দ্রিকার শুভ্র হাসি

 ছড়িয়ে থাকে বেলকুনির পাশে।

 

শীত আসার পরে-

                    গাঁদা ফুলের উদাস সুবাস

হৃদয় মাতাল করে।

 

শীত আসার পরে-

                    পিঠাপুলির ধুম পড়ে যায়

বাংলার ঘরে ঘরে।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি