বিশ্বকাপ

প্রথমেই জেনে রাখা ভালো এখন ফিফা বিশ্বকাপে যে ডিজাইনটি রয়েছে সেটি কিন্তু শুরু থেকে ছিল না। ১৯৩০ সালের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়নদের পুরস্কার হিসেবে দেয়ার জন্য বানানো হয়েছিল অন্য এক ধরনের ট্রফি যার নাম ছিল ভিক্টরি ট্রফি। এই ট্রফির ডিজাইনারের নাম ছিল নাইকি। আর গ্রিসের বিজয়ের দেবীর নাম ছিল নাইকি, এবং তারই চেহারার আকারে বানানো হয়েছিলো এই ট্রফিটি। ১৯৩০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়েই প্রথম জিতে নেয় এই ভিক্টরি ট্রফি। এই ট্রফির সাথে একটি মজার ঘটনা আছে। ১৯৩৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হবার সুবাদে ভিক্টরি ট্রফিটি ছিল ইতালির কাছে। কিন্তু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তাই তখনকার ফিফা প্রেসিডেন্ট ইতালির নাগরিক অতরনিও বারাসসি খুব সাবধানে এবং গোপনে ট্রফিটি রোম থেকে নিয়ে আসেন। ট্রফিটি একটি জুতার বাক্সে করে নিজের শোবার ঘরের বিছানার নিচে ছোট একটি গর্ত করে সেখানে লুকিয়ে রাখেন, যাতে করে অ্যাডলফ হিটলার কিংবা নাৎসি বাহিনীর কেউ ট্রফিটিকে আত্নসাৎ না করতে পারে। এই ভিক্টরি ট্রফিকেই ১৯৪৬ সালে তখনকার ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট জুলস রিমেটের প্রতি সম্মান রেখে নামকরণ হয় জুলেরিমে ট্রফি নামে। ১৯৬৬ সালের ২০শে মার্চ ওয়েস্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে একটি প্রদর্শনী থেকে এই জুলেরিমে ট্রফিটি কাকতালীয়ভাবে চুরি হয়ে যায়। অথচ তখন আর মাত্র চার মাস পরেই বিশ্বকাপ শুরু হবে হবে এমনই একটি আমেজ তৈরি হয়েছিল সারা ফুটবলবিশ্বে। তবে সৌভাগ্যবশত চুরি হওয়ার ৭ দিন পরেই দক্ষিণ লন্ডনের একটি সাভারবান গার্ডেন থেকে কাগজে মোড়ানো অবস্থায় এই ট্রফিটি উদ্ধার করে পিকলস নামের একটি কুকুর। পরবর্তীতে জানা যায় স্টিভ ক্রুক তার কিছু সহচর নিয়ে ট্রফিটি চুরি করেছিল। এরপর থেকে নিরাপত্তার স্বার্থে প্রদর্শনীতে প্রদর্শন করে রাখার প্রয়োজনে জুলে রিমে ট্রফির হুবহু নকল একটি ট্রফি তৈরি করে ফুটবল এসোসিয়েশন। নকল ট্রফিটি এখন ম্যানচেস্টারের একটি ফুটবল মিউজিয়ামে রয়েছে। এবং জুলেরিমে ট্রফি একেবারে নিজেদের করে নেয়ার একটি নিয়ম করে দেয়া হয়েছিল সেই সময়। যদি কোনো দেশ তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হয় তাহলে সেই ট্রফিটি তারা একেবারে নিজেদের করে নিতে পারবে। ১৯৭০ সালের মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে ফুটবলের জাদুকর কালো মানিক পেলের অসাধারণ নৈপুণ্যে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে জুলেরিমে ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের করে নেয় ব্রাজিল। পরবর্তীতে ট্রফিটি ব্রাজিলের রিও ডি জেনেরিওর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের একটি কাঠের বাক্সে প্রদর্শনী হিসেবে রাখা হয়। যার ডিসপ্লে ছিল বুলেট প্রুফ গ্লাসের তৈরি। কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৮৩ সালের ১৯ শে ডিসেম্বরে আবারো ট্রফিটি চুরি হয়ে যায়। ধারণা করা হয় ট্রফিটি চারজন মিলে চুরি করেছিল এবং শাবল দিয়ে এর গ্লাস ভেঙেছিল। পরবর্তীতে এ ট্রফিটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকের মতে ট্রফিটি তাপ দিয়ে গলিয়ে ফেলা হয়েছিল এবং গলিয়ে বিক্রি করে দেয়া হয়েছিল। ২০১৫ সালে ট্রফিটির ছোট্ট এক টুকরো অংশ খুঁজে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে এ ট্রফিটিতে ১.৮ কেজি পরিমাণ সোনা ব্যবহার করে অরিজিনাল ট্রফিটির অবিকল নকল করে বানানো হয়েছিল। সেটি ব্রাজিলিয়ান বিদায়ী প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করা হয়। জুলে রিমে ট্রফিটি ২০১৪ সালে একটি ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছিল, যেটির নাম ছিল ট্রেস অফ দ্য রিমেট ট্রফি। এখন ঐতিহাসিক সেই জুলে রিমে ট্রফিটি আর নেই। ১৯৭৪ সালের বিশ্বকাপের জন্য সেইসময়কার জুলেরিমে ট্রফির বদলে অন্য আরেকটি ডিজাইনের ট্রফি চ্যাম্পিয়নদের দেয়ার সম্মতি প্রকাশ করা হয়েছিল ফিফা থেকে। যার ফলে ভিন্ন ভিন্ন সাতটি দেশ থেকে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়েছিল ফিফা। সবশেষে ইতালিয়ান শিল্পী সিলভিও গাজ্জানিকার ডিজাইনটিকে সর্বসম্মতিক্রমে ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি হিসেবে বেছে নেয়। এই ট্রফিটিকে ইতালির স্টাবিলিমেন্টো আর্টিস্টিকো বেরটোনি কোম্পানিতে তৈরি করা হয়েছিল। এই ট্রফিটিতে দেখতে পাওয়া যায় দুজন মানুষ পৃথিবীকে উঠিয়ে ধরে আছে। এটির উচ্চতা হলো ৩৬.৮ সেমি এবং ওজন ৬.১ কিলোগ্রাম। ট্রফিটির নিচের দিকে ১৯৭৪ সাল থেকে এখন পর্যন্ত যতগুলো দেশ বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তাদের নাম খোদাই করা আছে। সবারই মনে প্রশ্ন থাকা স্বাভাবিক যে এমন একটি ট্রফির মূল্য কত হতে পারে! এই ট্রফিটিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সোনা যার বর্তমান মূল্য প্রায় ১ লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এবং এর নিচে রয়েছে ম্যালাকাইটের দুটি প্রলেপ। সব মিলিয়ে যদি এর মুল্য নির্ধারণ করা হয় তাহলে এই ট্রফিটির বর্তমান মূল্য হবে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। ফিফার কিছু নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ছাড়া এই ট্রফি ছুঁয়ে দেখার ক্ষমতা অন্য কারো নেই।

মতামত দিন


ফিরোজ আহমেদ
Nice addition. Good luck with full rating for you. There was an invitation to my window house. Please come and give constructive advice with your like, comment and full rating. Above all thanks for being with Batayan.

নাহিদাল আরজিন
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত প্রত্যাশা করছি।

নাহিদাল আরজিন
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত প্রত্যাশা করছি।

সুজিত দেব
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট, ভিডিও কনটেন্ট ও ব্লগ দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মোহাম্মদ শাহ আলম
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো।

মোহাম্মদ শাহ আলম
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো।

এম. এ. রশিদ
চমৎকার ও শ্রেণি উপযোগী একটি উপস্থাপনা। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য রইল শুভকামনা।

পার্থ বৈরাগী
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো ও সুস্থ থাকবেন।

মোঃ শামছুল আলম
লাইক ও পূর্ণ রেটিং সহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

কল্লোল চক্রবর্ত্তী
গঠনমূলক কাজ সব সময়ই প্রশংসা পাওয়ার যোগ্য।স্যার আপনার শ্রেণি উপযোগী ও মানসস্মত কনটেন্ট দেখে আমি খুবই আশাবাদি যে,শিক্ষার্থীদের অবশ্যই উপকারে আসবে। আমার পক্ষ থেকে লাইক ও পূর্ণরেটিংসহ শুভ কামনা রইল। আমার শ্রমকে আরোও গতিশীল করতে আপনার লাইক ও পূর্ণ রেটিংসহ পরামর্শ দেওয়ার জন্য বিনীত ভাবে আশা করছি,কনটেন্ট লিংক http://www.teachers.gov.bd/ content/details/1324449, ধন্যবাদ

অনুকুল চন্দ্র সরকার
চমৎকার , অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার উপস্থাপনাটি দেখার জন্য বিনীত প্রার্থনা করছি স্যার।

অনুকুল চন্দ্র সরকার
চমৎকার , অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার উপস্থাপনাটি দেখার জন্য বিনীত প্রার্থনা করছি স্যার।

পার্থ বৈরাগী
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো ও সুস্থ থাকবেন।

নিমাই চন্দ্র মন্ডল
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভালো ও সুস্থ থাকবেন।

প্রভাতী ত্রিপুরা
লাইক রেটিং সহ শুভকামনা রইল সেই সাথে আমার কনটেন্ট দেখার অনুরোধ করছি।

মোছাঃ পারভীন আক্তার
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। আমার আপলোডকৃত কৃষি শিক্ষা কনটেন্টটি দেখে লাইক, রেটিং ও আপনার সু-চিন্তিত মতামত দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ জুবেদ আলী (রনি)
লাইক ও রেটিংসহ আপনার জন্য শুভকামনা। আমার আপলোড কৃত কনটেন্ট দেখে আপনার সুচিন্তিত মতামত প্রদানের জন্য অনুরোধ করছি।

সৈয়দ মোঃ আব্দুল হাছিব
লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। আমার সকল কন্টেন্ট দেখে আপনার মতামত আশা করছি।

মোহাম্মদ আব্দুল মালেক
আসসালামুয়ালাইকুম, লাইক ও রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।

মোহাম্মদ আব্দুল মালেক
আসসালামুয়ালাইকুম, লাইক ও রেটিং সহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান লাইক রেটিং সহ মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি।
সাম্প্রতিক মন্তব্য