Loading..

খবর-দার

২২ নভেম্বর, ২০২২ ০৯:১৮ অপরাহ্ণ

আসুন জেনেনিই ২২০ এবং ২৮৪ বন্ধু সংখ্য্য।

বন্ধু সংখ্যা ,

আমরা সবাই পিথাগোরাসের নাম জানিউনার একটা বৈশিষ্ট ছিল উনি চিন্তা করতেন পৃথিবীর সব কিছুই আসলে সংখ্যা দ্বারা

নিয়ন্ত্রিত ।  যেমনহচ্ছে সৃষ্টিকর্তার সংখ্যা ,২ হচ্ছে প্রথম নারি সংখ্যা ,৩ হচ্ছে প্রথম পুরুষ সংখ্যাসব কিছু যেন সংখ্যা সংখ্যাএকবার উনার এক শাগরেদ জিজ্ঞান  করল গুরু বন্ধুত্ব কি জিনিস ? উনি উত্তর দিলেন -২২০ আর ২৮৪ এদের মধ্যে যে সম্পর্ক তাকে  বলে  বন্ধুত্বছাত্র অবাক হয়ে প্রশ্ন করলেন গুরু ঠিক বুঝতে পারলাম নাগুরু উত্তর দিলেন, দাড়া বুঝিয়ে বলছিবলতো ২২০ এর উৎপাদক কি কি? কেন – ১,২, ৪, ৫, ১০, ২০, ২২, ৪৪, ৫৫, ১১০, ২২০। আর ২৮৪ এর উৎপাদক? ১,২, ৪, ৫, ৭১, ১৪২, ২৮৪। এইবার তাহলে বোঝতুই কি জানিস প্রকৃত উৎপাদক বা true factor কাকে বলে? নাতো গুরুতাহলে শোনপ্রকৃত উৎপাদক বা true factor হচ্ছে নিজেকে বাদ দিয়ে বাকি  যে উৎপাদকগুলো থাকে তাদেরকে বলা হয়সংখ্যার প্রকৃত উৎপাদক ( যেমন ২২০ এর ক্ষেত্রে ২২০ কে বাদ দিয়ে বাকি যে উৎপাদক গুলো থাকে (১,২,৪,৫, ১০,১১, ২০,২২, ৪৪, ৫৫, ১১০) । এগুলো হলো ২২০ এর প্রকৃত উৎপাদকতাহলে বলতো -২৮৪ এর প্রকৃত উৎপাদক কোন গুলো? গুরু ১,২,৪, ৭১,১৪২। নাব্বাস ।।

কিন্তু এর  মাঝে বন্ধুত্ব  আসল কোথা থেকে ? দেখ ২২০ এর সকল প্রকৃত উৎপাদক যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হচ্ছে ২৮৪ আর ২৮৪ এর সকল প্রকৃত উৎপাদক যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায়  সেটা হচ্ছে ২২০ । এরা দু জন দু জনার জন্যেতাই এদের সম্পর্কটাই বন্ধুত্বে।  আর এজন্য ২২০ ও ২৮৪ কে বলা হয় বন্ধু সংখ্যা ।