Loading..

প্রকাশনা

২৩ নভেম্বর, ২০২২ ০৮:১২ অপরাহ্ণ

প্রতিবাদ

             প্রতিবাদ

             নাহিদাল আরজিন

         প্রতিবাদের ভাষা হোক নীরবতা,

             দূর হয়ে যাক মনের সব আকুলতা।

        কষ্ট যত পেয়েছি সব হোক নিজের একান্ত আপন,

             নেই তো পাশে কারোই প্রয়োজন

       জীবন চলে যাচ্ছে স্বীয় গতিতে,

            আমরা শুধু ছুটছি মিছে মায়াতে

       এইতো বেশ আছি নিজেকে নিয়ে,

            কী দরকার শুধু শুধু কষ্ট বয়ে নিয়ে

       আল্লাহ যেমন রেখেছেন আমি তাতেই খুশি,

            যতই মানুষ আমাকে করুক দোষি

       প্রতিবাদের ভাষা হোক নীরবতা,

      নিরবে মনেই থাকুক আমার যত ব্যাকুলতা।।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি