Loading..

প্রকাশনা

জামালপু‌রের বকশীগঞ্জে ৩৩ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপ‌নি অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।
২৮ নভেম্বর, ২০২২

শামীমুল ইসলাম তালুকদার : জামালপু‌রের বকশীগঞ্জে ৩৩ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপ‌নি অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

বকশীগ‌ঞ্জে ৩৩তম স্কাউট বেসিক কোর্সের সমা‌প‌নি অনুষ্ঠিত




 উপ‌জেলার ঐতিহ‌্যবাহী বিদ‌্যালয় বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মা‌ঠে ৩৩ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স থেকে ৪২ জন উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষ প্রতিষ্ঠা‌নের প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ এ কোর্সে অংশ নেন।


কোর্স সমাপনী ও স্কাউট‌দের  প্রশিক্ষণ‌ের  অন‌্যতম অংশ মহা তাঁবুজলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার।


উপজেলা নির্বাহী অফিসার জনাব মুন মুন জাহান লিজা-র সভাপতিত্বে প্রশিক্ষনাথীদের মা‌ঝে সনদ বিতরণ করা হয় এবং ক‌ঠোর এ প্রশিক্ষ‌ণের দীক্ষা ‌দেশ,জাতির ও মানু‌ষের কল‌্যা‌ণে ভূ‌মিকা রাখ‌বে ব‌লে আশা প্রকাশ করা হয়।।


গত ২২শে ন‌ভেম্বর ২০২২‌খ্রি: শুরু হওয়া এ কোর্স শেষ হয় ২৬‌শে ন‌ভেম্বর।।

মন্তব্য করুন

অন্যান্য