একজন মুসলিম হিসেবে আমাদের এই সাধারণ জ্ঞান থাকা আবশ্যক।

🌸_মুসলিম হিসেবে কোরআনের যে জিনিসগুলো না জানা লজ্জাজনক:- 🌸
১.কুরআনে মোট সূরা কতটি?
উঃ ১১৪টি।🌸
২.কুরআনের প্রথম সূরা নাম কি?
উঃ ফাতিহা।🌸
৩.পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
উঃ সূরা বাকারা।🌸
৪.কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ কাওছার।🌸
৫.কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোন সূরায়?
উঃ সূরা বাকারায়।🌸
৬.কুরআনের মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরসি।🌸
৭.ফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে,মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?
উঃ আয়াতুল কুরসি। 🌸
৮.পবিত্র কুরআনে কোন সূরাটি পাঠ করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উঃ সূরা মূলক।🌸
৯. কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?
উঃ সূরা ইখলাস।🌸
১০. পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস। 🌸
১১.কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরুন।🌸
১২.জুমার দিনে কোন সূরার প্রথমাংশ তিলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।🌸 (সংগৃহীত)

মতামত দিন


মোঃ মেরাজুল ইসলাম
✍️ সম্মানিত, বাতায়ন প্রেমীশিক্ষক-শিক্ষিকা , অ্যাম্বাসেডর , সেরা কন্টেন্ট নির্মাতা , প্রেডাগোজি রেটার আমার সালাম রইল। রেটিং সহ আমি আপনাদের সাথে আছি। আমার বাতায়ন বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইলো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন , নিজে সুস্থ্ থাকবেন, প্রিয়জনকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।🌹
সাম্প্রতিক মন্তব্য