Loading..

খবর-দার

৩০ নভেম্বর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ণ

বাঁচামরার ম্যাচে যে পরিবর্তন আসছে আর্জেন্টিনা দলে

আগে তো গ্রুপ পার হই। তারপর দেখা যাবে কোন দলের সামনে পড়ি’—প্রশ্ন শুনে বললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রশ্নটা ছিল, গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেলে তো ফ্রান্সের সামনে পড়তে হবে, সেটা এড়ানোর কথা কী ভাবছেন?

বোঝাই যাচ্ছে পরের রাউন্ডে যাওয়া নিয়ে ভালোই দুশ্চিন্তায় আছেন স্কালোনি। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে বাজে খেলে হারটাই আর্জেন্টিনার সব হিসাব এলোমেলো করে দিয়েছে। মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা। তবে পরের রাউন্ডে যেতে হলে আগামীকাল পোল্যান্ডকে হারাতে হবে। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই।

মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশেও আসতে পারে পরিবর্তন। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা রক্ষণভাগে যে চারজনকে খেলিয়েছিল তাঁরা হলেন রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক নিকোলাস তালিয়াফিগো, দুই সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্দি।

 

সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিছবি: রয়টার্স

ওই ম্যাচে দুই গোল হজম করার পর মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে বদলে ফেলা হয় তিন ডিফেন্ডারকে। শুধু নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখেন। লেফটব্যাকে আসেন মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর খবর, আগামীকালও মন্তিয়েল-মার্তিনেজ-ওতামেন্দি-আকুনিয়া এই চার ডিফেন্ডারের ওপরই আস্থা রাখবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।